Friday, October 4, 2024

অচিন্ত্যকুমার সেনগুপ্ত

প্র : অচিন্ত্যকুমার সেনগুপ্তের জন্ম কোথায়?
উ : নোয়াখালি।
প্র : অচিন্ত্যকুমার সেনগুপ্তের জন্ম কত সালে?
উ : ১৯০৩।
প্র : অচিন্ত্যকুমার সেনগুপ্তের পৈতৃক নিবাস কোথায়?
উ : ফরিদপুর।
প্র : তিনি মূলত কী ছিলেন?
উ : প্রখ্যাত সাহিত্যিক।
প্র : কর্মজীবন শুরু করেন কীভাবে?
উ : ১৯৩১ সালে মুন্সেফ রূপে।
প্র : তিনি কোন গোষ্ঠীর লেখক ছিলেন?
উ : কল্লোল গোষ্ঠীর।
প্র : যে পত্রিকা সম্পাদনার মাধ্যমে তিনি এই গোষ্ঠী প্রতিষ্ঠা করেন তার নাম কী?
উ : কল্লোল।
প্র : কল্লোল গোষ্ঠীর লেখক ও পত্রিকার সম্পাদক হিসেবে তিনি বাংলা কোন ধারা সৃষ্টিতে বলিষ্ঠ ভূমিকা পালন করেন?
উ : তিরিশের আধুনিক ধারা।
প্র : তিনি কখন কল্লোল পত্রিকা প্রকাশে সামগ্রিকভাবে দায়িত্ব পালন করেন?
উ : ১৯২৫ সালে।
প্র : তিনি কী কী লেখায় দক্ষতার পরিচয় দেন?
উ : গল্প, উপন্যাস, কাব্য ও জীবনীকাব্য রচনায়।
প্র : তাঁর প্রথম উপন্যাসের নাম কী এবং কত সালে প্রকাশিত হয়?
উ : ‘বেদে’, ১৯২৮ সালে।
প্র : ‘বেদে’ উপন্যাসটি কীসের জন্য আধুনিক বাংলা সাহিত্যের একটি বিশিষ্ট উপন্যাস?
উ : রচনাভঙ্গি ও বিষয়বিন্যাসের জন্য।
প্র : তাঁর অপর দুটি বিখ্যাত উপন্যাসের নাম কী?
উ : ‘কাকজ্যোৎøা (১৯৩১); ‘প্রথম কদমফুল’ (১৯৬১)
প্র : তিনি কী লিখে জনপ্রিয়তা অর্জন করেন?
উ : ‘পরমপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ জীবনীগ্রন্থ (৪ খন্ড) (১৯৫২)
প্র : তাঁর লিখিত অন্য একটি অসাধারণ স্মৃতিচারণমূলক গ্রন্থের নাম কী?
উ : কল্লোল যুগ (১৩৫৭)।
প্র : তিনি কী লিখে খ্যাতিমান হয়েছিলেন?
উ : ছোটগল্প লিখে।
প্র : তাঁর প্রথম ছোটগল্পের নাম কী?
উ : ‘টুটা-ফুটা’ (১৯২৮)
প্র : তাঁর কবিতার ভাববস্তু কি?
উ : রোমান্টিকতা ও গণচেতনা উভয়ই।
প্র : তাঁর প্রথম কাব্যগ্রন্থ কী?
উ : ‘অমাবস্যা’ (১৯৩০)
প্র : তাঁর অন্যান্য কবিতাগ্রন্থ কী?
উ : আমরা (১৯৩৩), প্রিয়া ও পৃথিবী (১৯৩৬) ইত্যাদি।
প্র : তিনি কবে মৃত্যুবরণ করেন?
উ : ১৯৭৬ খ্রিষ্টাব্দের ২৯শে জানুয়ারি।

Related Articles

Latest Articles