Wednesday, December 4, 2024

অতুলচন্দ্র গুপ্ত

প্র : অতুলচন্দ্র গুপ্তের জন্ম কোথায়?
উ : বিল্লাইক গ্রাম, টাঙ্গাইল।
প্র : তাঁর জন্ম কত সালে?
উ : ১৮৮৪ সালে
প্র : তিনি মূলত কি ছিলেন?
উ : সাহিত্যিক এবং আইনজীবী।
প্র : তাঁর পিতার নাম কি?
উ : উমেশচন্দ্র গুপ্ত।
প্র : তাঁর শিক্ষাগত যোগ্যতা কী ছিল?
উ : তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে ও দর্শন শাস্ত্রে অনার্স সহ বিএ, দর্শন শাস্ত্রে এম.এ এবং রিপন কলেজ থেকে বি.এল ডিগ্রি লাভ করেন।
প্র : তিনি কী লিখে খ্যাতি লাভ করেন?
উ : গদ্য লিখে।
প্র : তাঁর রচিত গ্রন্থ কী?
উ : কাব্যজিজ্ঞাসা, শিক্ষা ও সভ্যতা, নদী পথে, জমির মালিক।
প্র : তাঁর রচিত রসতত্ত্বের বিশিষ্ট গ্রন্থ কী?
উ : ‘কাব্যজিজ্ঞাসা’ (১৯২৮)।
প্র : তিনি কোন গবেষণা গ্রন্থ লিখে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে অনাথ দেব পুরস্কার লাভ করেন?
উ : ঞৎধফরহম রিঃয ঃযব ঊহবসু.
প্র : তাঁর মৃত্যু হয় কত সালে?
উ : কলিকাতা, ১৯৬১।

Related Articles

Latest Articles