প্র : অদ্বৈত মল্লবর্মণ কোথায়, কত সালে জন্ম গ্রহণ করেন ?
উ : গোকর্ণ গ্রাম, ব্রাহ্মণবাড়িয়া; ১৯১৪ সাল
প্র : তিনি কোন বংশে জন্মগ্রহণ করেন?
উ : মালো বংশে।
প্র : তিনি মূলত কী ছিলেন?
উ : ঐপন্যাসিক।
প্র : তিনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
উ : নবশক্তি।
প্র : তিনি কী দিয়ে কর্মজীবন শুরু করেন?
উ : ‘ত্রিপুরা’ পত্রিকায় সাংবাদিকতা দিয়ে।
প্র : কোন পত্রিকায় তিনি বেনামে কবিতা লেখেন?
উ : মোহাম্মদী।
প্র : তাঁর সুবিখ্যাত উপন্যাসটির নাম কী? তার খন্ড কয়টি ?
উ : ‘তিতাস একটি নদীর নাম’; ৪ খন্ড।
প্র : তিতাস একটি নদীর নাম প্রথম কোন মাসিক পত্রিকায় কত সালে প্রকাশিত হয়?
উ : মোহম্মদী পত্রিকায়, ১৩৫২ বঙ্গাব্দে।
প্র : উপন্যাসটি গ্রন্থাকারে কত খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়?
উ : ১৯৫৬ খ্রিষ্টাব্দে।
প্র : তিনি কোন উপন্যাসের মধ্যে ব্যক্তিগত অভিজ্ঞতা ও সুগভীর অন্তর্দৃষ্টির বলে ধীবর সমাজের কাহিনিকে তুলে এনেছেন?
উ : তিতাস একটি নদীর নাম।
প্র : ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের পরিচয় দাও।
উ : ‘তিতাস একটি নদীর নাম’ (১৯৫৬) উপন্যাসে কুমিল্লার জেলার ‘তিতাস’ নামক নদীতীরের ধীবর (জেলে ও মৎস্যজীবী) সমাজের রীতি-নীতি, ধর্ম-সংস্কার উৎসব ও জীবনযাপনের অবনদ্য কাহিনি তুলে ধরা হয়েছৈ। সমাজের ও অর্থনীতির পরিবর্তনের ফলে কীভাবে এই সমাজের বুকে বিপর্যয়ের ঢেউ লাগল, আর প্রকৃতির খেয়ালে একদিন তিতাসের ধারা কীভাবে শুকিয়ে গেল, সেই সঙ্গে শীর্ণ হয়ে এল ধীবর সম্প্রদায়ের জীবন এর যথার্থ প্রতিফলন আছে উপন্যাসে। সমাজ, সংস্কৃতি ও প্রকৃতির পরিবর্তনের মহাকাব্যিক বিস্তার এই উপন্যাসে লক্ষণীয়।
প্র : উপন্যাসটির চলচ্চিত্রায়ন হয় কবে, কে করেন?
উ : ১৯৭৩ খ্রিষ্টাব্দে, ঋত্বিক ঘটক।
প্র : তাঁর কয়েকটি গ্রন্থের নাম লেখ।
উ : নয়াবসত, রামধনু, সাদা হাওয়া ইত্যাদি।
প্র : তাঁর মৃত্যু হয়েছিল কবে ?
উ : ১৬ই এপ্রিল, ১৯৫১।