Tuesday, October 8, 2024

অনুবাদ সাহিত্য : বাংলাদেশ পর্ব

আকবরউদ্দীন : অপরাধ ও শাস্তি, হাজী মুরাদ, হেনরী এডামসের আত্মজীবনী, হেনরী জেমস এডামসে শিক্ষাবিষয়ক আত্মচরিত (১ম ও ২য় খন্ড)

আনিসুজ্জামান : আদর্শ স্বামী (১৯৮২)

আবদার রশীদ : ছায়াহীন কায়া (১৯৭৭), ইলেকট্রা (১৯৭৯), আন্টিগনি (১৯৭৭)

আবদুল গনি হাজারী : স্বর্ণগর্ধভ (১৯৬৫), মনঃসমীক্ষণ

আবদুল্লাহ আবু সায়ীদ : শৃঙ্খলিত প্রমিথিউস (১৯৮২)

আবদুস সেলিম : ব্রেখ্ট এর গ্যালিলিও (১৯৭৮)

আবুল কালাম শামসুদ্দীন : অনাবাদী জমি (১৯৩৮), ত্রিস্রোতা (১৯৩৯), খরতরঙ্গ, ইলিয়ড, সেকালের ও একালের সেরা গল্প (১৯৬৩)

আবুল কাসিম মুহাম্মদ আদমুদ্দীন : আরবী ছোটগল্প (১৩৭১), তুহাফুতুল ফলাসিফা (১৩৭১)

আবু শাহরিয়ার : হ্যামলেট: ডেনমার্কের রাজকুমার (১৯৭৯), অ্যান্টনী ও ক্লিওপেট্রা (১৯৭৮), তপ্ত বাতাসে দুজন (১৯৭৭)

আলম খোরশেদ : যাদুবাস্তবতা গাথা : ল্যাতিন আমেরিকার গল্প

আলী আনোয়ার : অনিকেত বেদনা (১৯৮৫)

আলী আহমদ : পাস্কুয়াল দুয়ার্তের পরিবার, স্বপ্নগিরি, চোর ও সারমেয় সমাচার, প্রথম প্রেম, বারো অভিযাত্রীর কাহিনী, মেঘ ও অন্যান্য দানব, শিকার ও অন্যান্য গল্প, খোঁজ

আসকার ইবনে শাইখ : যন্ত্রণার চাপ (১৯৭৮)

আহমদ ছফা : তানিয়া (১৯৬৭), ফাউস্ট (১৯৮৬), বার্ট্রান্ড রাসেলের সংশয়ী রচনাবলী

কবীর চৌধুরী : শেখভের গল্প (১৯৬৯), সমুদ্রের স্বাদ (১৯৭০), গ্রেট গ্যাটসবি (১৯৭১), দি গ্রেপস অব র‌্যাথ (১৯৮৯), রূপান্তর (১৯৯০), বেউলফ (১৯৮৫), অল দি কিংস মেন (১৯৯২), ওল্ড ম্যান এন্ড দ্য সী (১৯৯৪), চুম্বন (২০০০), কাফকার নির্বাচিত গল্প (২০০১), বুবিয়ার্ড (২০০১), প্রেম ও কলেরা (২০০২), অরণ্যের গল্পমালা (২০০২), ফ্র্যাঙ্কেনস্টাইন (২০০১), ক্রনিকল অব এ ডেথ ফোরটোল্ড (২০০২), ক্যাথরিনা বুমের হারানো সম্ভ্রম (২০০৩), ডিনারপার্টি (২০০৩), নেটিভসান (২০০৫), হোর্হে বোরহেসের নির্বাচিত গল্প (২০০৬), দুই নোবেল বিজয়ীর নির্বাচিত ছোটগল্প (২০০৬), ব্যাক বয় (২০০৬), দি লেইট বুর্জোয়া ওয়াল্ড (২০০৬), ন্যুড চিত্রকর্ম (২০০৬), মানুষের চিত্রকর্ম (২০০৬), চোখের আলোয় দেখেছিলেম (২০০৬), আহ্বান (১৯৬৫), শত্রু (১৯৬২), পাঁচটি একাঙ্কিকা (১৯৬৩), অচেনা (১৯৬৯), শহীদের প্রতীক্ষায় (১৯৫৯), হেক্টর (১৯৬৯), ছায়াবাসনা (১৯৬৬), সেই নিরালা প্রান্তর (১৯৬৬), সম্রাট জোনস (১৯৬৪), অমা রজনীর পথে (১৯৬৬), প্রাণের চেয়ে প্রিয় (১৯৭০), লিসিসট্র্যাটা (১৯৮৪), ভেক (১৯৮৬), বিহঙ্গ (১৯৮৬), জননী সাহসিকা ও তার সন্তানরা (১৯৮৪), গডোর প্রতীক্ষায় (১৯৮১), ঊষা দিশেহারা ও অন্যান্য নাটিকা (১৯৯২), ওথেলো (১৯৮১), শাইলোর উন্মাদিনী (১৯৯০), মানব বিদ্বেষী (১৯৯০), বেকেটের দুটি নাটক (যুগ্মভাবে) (১৯৯৯), বেকেটের তিনটি নাটক (২০০০), শান্তি (১৯৯৮), ফেইড্রা (১৯৯৬), হ্যামলেট মেশিন (১৯৯৭), গন্ডার (২০০০), সেরা তিন একাঙ্কিকা (২০০২), সমরেশ কোথায় (২০০২), ওয়াচ অন দি রাইন (২০০৩), ক্যাথলিন (১৯৭৪), অমা রজনীর পথে (১৯৮৭), বেকেটের পনেরো নাটক (যুগ্মভাবে) (২০০৬), ভাৎসারোভের কবিতা (১৯৮০), আধুনিক বুলগেরীয় কবিতা (১৯৮০), রিস্তো বোতেভের কবিতা (১৯৮৮), রিস্তো স্মিনেনস্কির কবিতা (১৯৮৯), কাহলির জিবরানের কবিতা (১৯৯২), সচিত্র প্রেমের কবিতা (২০০০), আমেরিকার সমাজ ও সাহিত্য (১৯৬৮), সপ্তরথী (১৯৭০), মার্কিন উপন্যাস ও তার ঐতিহ্য (১৯৭০), অবিষ্মরণীয় বই (১৯৬০), মানুষের শিল্পকর্ম

কাওসার হুসাইন : ইতালো কালভিনের গল্প (১৯৯৬), শুদ্ধতা ও অভিজ্ঞতার গান (১৯৯১)

কাজী মোহাম্মদ ইদরিস : স্ট্রীন্ডবার্গের সাতটি নাকট (১৯৭৮)

খায়ররুল আলম সবুজ : গাঙচিল, আন্তিগোনে (১৯৯০), নোরা (১৯৯৬), বুড়োবট ও শকুন (১৯৯৬)

খোন্দকার আশরাফ হোসেন : রাজা ঈদিপাস (১৯৮৬), ইউরিপিডিসের আলসেস্টিস (১৯৮৭), পাউল সেলানের কবিতা (১৯৯৭), সাধারণ ধ্বনিতত্ত্বের উপাদান (১৯৮৯)

গোলাম মোস্তফা : মুসাদ্দাসে-হালী (১৯৪৯), কালামে ইকবাল (১৯৫৭), আল কুরআন, শিকওয়া ও জওয়াবে শিকওয়া (১৯৬০)

চৌধুরী শামসুর রহমান : নিষিদ্ধ ফল (১৯৬০), তাসকিরাতুল ওয়াকিয়াত (১৯৬৮), টমাস জেফারসন (১৯৫৮), প্রজাপতির বিচিত্র কথা (১৯৬২), মেক্সিকো (১৯৬৭), আফ্রিকার অভ্যন্তরে (১৯৬৯)

জাফর তালুকদার : ইন্দোনেশিয়ার গল্প (১৯৮৯), ঢেউয়ের গান (১৯৯১), ভিনদেশী মজার গল্প (১৯৯৬), ফ্রান্সের রূপকথা (১৯৯৭), নানান দেশের রূপকথা (১৯৯৭), বিদেশী মজার গল্প (১৯৯২)

জিল্লুর রহমান সিদ্দিকী : শেক্সপীয়রের সনেট (১৯৭৭), অ্যারিওপাজিটিকা (১৯৭১), স্যমসন অ্যগানিসটিজ (১৯৭৩), টেমপেস্ট (১৯৮৫)

জিয়া হায়দার : এ্যান্টিগোনে (১৯৯২)

ফতেহ লোহানী : নাটক চতুষ্টয় (১৯৬৭), একটি সামান্য মৃত্যু (১৯৭৯)

বদিউর রহমান : এরস্টিটলের পোয়েটিক্স (১৯৯৫), হোরেসের আর্সপোয়েটিকা (১৯৯৬), লঙ্গিনাসের কাব্যতত্ত্ব (১৯৭৭)

মতিনউদ্দীন আহমদ : অর্থনীতির গোড়ার কথা (১৯৬৪), ফ্রাঙ্কলিন ররুজভেল্ট (১৯৬৪), শত জীবনের কথা (১৯৬২), অশান্ত পৃথিবী (১৯৬০), জনসংখ্যা বাড়ছে (১৯৫৯), বিজন বনের রূপকথা (১৯৫৯), হাতের কাছের কলকব্জা কিভাবে চলে (১৯৬৪), চালাক হওয়ার পয়সা কিতাব (১৯৫৮), জগৎ জুড়ে মজার খেলা (১৯৬৪)

মফিজ চৌধুরী : কিং লিয়র (১৯৭৮), অ্যান্টনী ও ক্লিওপেট্রা (১৯৯২)

মান্নান হীরা : কোরিওলেনাস (১৯৭৮)

মাফীজ দীন সেখ : ক্লাভিগো (১৯৯৪)

মুনীর চৌধুরী : কেউ কিছু বলতে পারে না (১৯৬৭), রূপার কৌটা (১৯৬৯), জনক (১৯৭০), স্বামী সাহেবের অনশনব্রত (১৯৪৬), জমা খরচ ও ইজা (১৯৬৮), মহারাজ (১৯৬৮), হীরা (১৯৬৮), ললাট লিখন (১৯৬৯), মুখরা রমণী বশীকরণ (১৯৭০)। ওথেলো, গাড়ীর নাম বাসনাপুর, রোমিও-জুলিয়েট, অকারণ ডামাডোল, ম্যান এ্যন্ড সুপারম্যান, ইলেকট্রার জন্য শোক, দি স্কুল ফর স্ক্যান্ডাল

মুস্তাফিজুর রহমান : নিঃশব্দ নরকে (১৯৭৬), ক্যালিগুলা (১৯৭৬)

মুহম্মদ নূররুল হুদা : পরিবর্তনের পথে (১৯৭২), আগামেনন (১৯৮৬), ইউনুস এমরের কবিতা (১৯৯২), বাস্তুহারা (১৯৯৫), ফ্ল্যাবারী ও কনরের গল্প (১৯৯৭), নীল সমুদ্রের ঝড় (১৯৯৮), রোমিও জুলিয়েট (১৯৯৮)

মুহম্মদ শহীদুল্লাহ্ : ররুবাইয়াত-ই-ওমর খয়্যাম (১৯৪২), অমিয় শতক (১৯৪০), দীওয়ানে হাফিজ (১৯৩৮), শিক্ওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ (১৯৪২), মহানবী (১৯৪৬), বাইঅতনামা (১৯৪৮), বিদ্যাপতি শতক (১৯৫৪), কুরআন প্রসঙ্গ (১৯৬২), মহররম শরীফ (১৯৬২), অমর কাব্য (১৯৬৩), ইসলাম প্রসঙ্গ (১৯৬৩), Hundred Saying of the Holy Prophet (1945), Buddhist Mystic Songs (1960)

মোতাহের হোসেন চৌধুরী : ক্লাইভ বেলের সিভিলাইজেশনের সভ্যতা সভ্যতা (১৩৭২ ব.), বার্ট্রান্ড রাসেলের কংকোয়েস্ট অব হ্যাপিনেস-সুখ (১৩৭৫ ব.)

মোবারক হোসেন খান : তারাস বুলবা (১৯৯১), ক্যাপ্টেন দুহিতা (১৯৮১), নিঃসঙ্গ (১৯৭৯), তিন তরঙ্গ (১৯৮৩), শিকারীর গুহা (১৯৮১), অ্যারাবিয়ান নাইটস (১৯৯৬), টেইল্স ফ্রম শেক্সপীয়ার (১৯৯৬), সাগরের হাতছানি (১৯৯৬), এমিলের গোয়েন্দাবাহিনী (১৯৯৫), রূপকথার বিশ্ব (১৯৯৬), কিশোর চিরায়ত কাহিনী (১৯৯৪), এশিয়ার লোককাহিনী (১৯৮৫), বিশ্বের অন্যান্য (১৯৯৫), আইভানভ (১৯৭৮), পৃথিবীর প্রথম দিনগুলো (১৯৮৬), নোবেল বিজয়ীদের নির্বাচিত গল্প (১ম খন্ড, ১৯৮৫, ২য় খন্ড ১৯৯১), পৃথিবীর সেরা গল্প (১৯৮৭), সাতনরী গপ্পো (১৯৮২), আফ্রিকার নির্বাচিত গল্প (১৯৮৫), ‘বিস্ময়’ গ্রহের উপাখ্যান (১৯৯১), ঈশপের গল্প (১৯৯২), ঈশপের আরো গল্প (১৯৯২), শ্রেষ্ঠ থ্রিলার কাহিনী (১৯৯৫), বিশ্বনন্দিত গল্প (১৯৯১), আমেরিকার ফার্স্টলেডীর বিচিত্র জীবন (১৯৯৭)

মোহাম্মদ হাররুন-উর রশিদ : ভাষা চিন্তায় ও কর্মে (১৯৬৯), Three Poets, মাছি, তিনটি ফরাসী প্রবন্ধ (১৯৮৪), হাসান বয়াতীর সুখ-দুঃখ, A Few Youth in the Moon

রশীদ হায়দার : কাঠগড়া (১৯৮৪)

শফি আহমেদ : মুক্তো (১৯৮৭), দ্য ওয়েস্ট ল্যান্ড (১৯৯৩), দ্য লায়ন এ্যন্ড দ্য জুয়েল (১৯৯৪), পারিবারিক পুনর্মিলনী (১৯৯৫), মোমাডের নির্বাচিত রচনাসংগ্রহ (১৯৯৫), নারী-কাহিনী (১৯৯৫)

শহীদ আখন্দ : মানসী (১৯৫৯), যখন সুমতি (১৯৭৮), আরো কিছু জীবন (১৯৮০), আমাকে হত্যা করা হলে (১৯৮১)

শামসুর রাহমান : হ্যামলেট: ডেনমার্কের যুবরাজ (১৯৯৫)

শাহেদ আলী : ইতিবৃত্ত (১৯৯৪)

শেখ রেয়াজউদ্দীন আহমদ : আরব জাতির ইতিহাস (১ম খন্ড ১৯১০, ২য় খন্ড ১৯১২, ৩য় খন্ড ১৯১৫)-এর তিন খন্ড একত্রে বেরয় ১৩৭১ ব.

সরদার ফজলুল করিম : প্লেটোর রিপাবলিক (১৯৭৪), প্লেটোর সংলাপ, এ্যরিস্টটলের পলিটিকস, এ্যান্টিডুরিং, সোশ্যাল কন্টাক্ট, দি কনফেশান্স (২০০৬)

সাঈদ-উর রহমান : মার্কস ও মার্কসবাদীদের সাহিত্যচিন্তা (১৯৮৫)

সিকান্দার আবু জাফর : ররুবাইয়াৎ ওমর খৈয়াম (১৯৬৬), সেন্ট লুইয়ের সেতু (১৯৬১), যাদুর কলস (১৯৫৯), সিংয়ের নাটক (১৯৭১)

সিরাজুর রহমান : আন্তন চেখভের নাটক, গ্রেট এক্সপেক্টেশন্স, জন এয়ার

সিরাজুল ইসলাম চৌধুরী : অ্যরিস্টটলের কাব্যতত্ত্ব (১৯৭৫), বুনো হাঁস (১৯৬৫)

সুনীল কুমার মুখোপাধ্যায় : লঙিনুসের সাহিত্যতত্ত্ব, হোরেসের সাহিত্যতত্ত্ব, অ্যারিস্টটলের সাহিত্যতত্ত্ব

সুব্রত বড়ুয়া : দি রাইট স্টাফ, কণা, কোয়ন্টাম ও তরঙ্গ (১৯৮৪), আমেরিকার ভৌগোলিক রূপরেখা (১৯৮৬), শঙ্খ (১৯৯৪), এমিল ও গোয়েন্দা কাহিনী (১৯৭২)

সৈয়দ আলী আহসান : ইকবালের কবিতা (১৯৫২), প্রেমের কবিতা (যুগ্মভাবে ১৯৫৮), হুইটম্যানের কবিতা (১৯৬৫), ইডিপাস (১৯৬৮), সাম্প্রতিক জার্মান গল্প (১৯৭০), জার্মান সাহিত্য একটি নিদর্শনী (১৯৭৪), উইলিয়াম মেরিডিথের নির্বাচিত কবিতা (১৯৮২), সন্দেশ রাসক (১৯৮৭), নাহজুল বালাঘা (১৯৮৮)

সৈয়দ শামসুল হক : শ্রাবণ রাজা (১৯৬৯), ম্যাকবেথ, টেম্পেস্ট (১৯৮৮), গোলাপের বনে দীর্ঘশ্বাস (২০০০)

হাবীবুর রাহমান : চীনা প্রেমের গল্প (১৯৬৩), জন কেনেডী (১৯৬২), জীবনের জয়গান (১৯৬২), পাল তুলে দাও (১৯৬১)

Related Articles

Latest Articles