বাগধারা

অ দিয়ে বাগধারা ও বাক্য প্রয়োগ তৈরি

অক্কা পাওয়া (মারা যাওয়া) : গণপিটুনিতে ডাকাত দলের সরদার অক্কা পেয়েছে।
অক্কা পাওয়া (মারা যাওয়া): প্রায় বছরখানেক ভুগে কাল রাতে রহিম সাহেব অক্কা পেয়েছেন।
অকাল কুষ্মান্ড (অকর্মণ্য): ছেলেটি বড়ই অকাল কুষ্মান্ড। ওকে দিয়ে কোন কাজ হবে না।
অকালকুষ্মা- (অপদার্থ) : রাজু একটা অকালকুষ্মা- ছেলে, তাকে দিয়ে কোনো ভালো কাজ আশা করা যায় না।
অকালবোধন (অসময়ে আবির্ভাব) : শীতের সময় আমের ফলন-এ তো অকালবোধন।
অকূল পাথার (মহাবিপদ) : কাল পরীক্ষা অথচ আজ বিদ্যুৎ নেই। আমিতো অকূল পাথারে পড়লাম।
অকূল পাথার (মহাবিপদ): অকূল পাথারে খোদা তুমিই আমার ভরসা।
অকূলে কূল পাওয়া (নিরুপায় অবস্থা হতে উদ্ধার পাওয়া): এই ঘোরতর দুর্দিনে তোমার সাহায্য পেয়ে যেন অকূলে কূল পেলাম।
অকূলে কূল পাওয়া (বিপদে আশার আলো দেখা) : ভিক্ষুকটি লটারিতে এক লক্ষ টাকা পেয়ে অকূলে কূল পেল।
অক্ষরে অক্ষরে (সম্পূর্ণভাবে) : মহাপুরুষের ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে ফলেছে।
অক্ষয় বট (প্রাচীন ব্যক্তি) : আজাদ আমাদের গ্রামের অক্ষয় বট হয়ে বেঁচে আছে।
অগাধ জলের মাছ (অত্যন্ত কৌশলী): কথাবার্তা সাদাসিধে হলেও লোকটি অগাধ জলের মাছ; ওর প্রকৃত পরিচয় পেতে একটু দেরী হবে।
অগাধ জলের মাছ (সুচতুর ব্যক্তি) : আফজাল মিয়া এতই অগাধ জলের মাছ যে, তার পাত্তা পাওয়া ভার।
অগ্নি পরীক্ষা (চরম পরীক্ষা): বাঙালি জাতি চরম অগ্নি পরীক্ষা দিয়ে জয়লাভ করেছে।
অগ্নিপরীক্ষা (কঠিন পরীক্ষা) : সীতাকে তার সতিত্বের জন্য অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল।
অগ্নিশর্মা (অত্যন্ত রেগে যাওয়া) : পরীক্ষায় ছেলের অকৃতকার্যের কথা শুনে বাবা অগ্নিশর্মা হয়ে উঠলেন।
অগ্নিশর্মা হওয়া (অত্যন্ত রাগান্বিত হওয়া): সাহেব বড় বদমেজাজী, তাঁর কথার উপর কথা বলতেই তিনি অগ্নিশর্মা হয়ে উঠলেন।
অগস্ত্য যাত্রা (চিরপ্রস্থান) : আমাদের বাড়ির চাকর করিম চাচা টাকা-পয়সা চুরি করে অগস্ত্য যাত্রা করেছে।
অগস্ত্য যাত্রা (শেষ প্রস্থান): শ্বশুরের সাথে ঝগড়া করে জামাতা একেবারে অগস্ত্য যাত্রা করল।
অতি চালাকের গলায় দড়ি (বেশি চাতুর্যের পরিণাম) : খালেক খুব ধূর্ত লোক, এবার পড়েছে বিপদে, একে বলে অতি চালাকের গলায় দড়ি।
অতি দর্পে হত লঙ্কা (অহংকারে পতন) : টাকাপয়সার বড়াই করা ভালো নয়, অতি দর্পে হতে লঙ্কা।
অতি লোভে তাঁতি নষ্ট (লোভে ক্ষতি) : প্রতিটি মানুষের উচিত জীবনে সংযত হয়ে চলা কারণ অতি লোভে তাঁতি নষ্ট।
অতিদর্পে হত লঙ্কা (বেশি অহংকারে পতন): লোকটি ঘুষ, জুয়াচুরি করে টাকা বাজিয়ে কথা বলে, এখন কেমন ফল ফলল, অতি দর্পে হত লঙ্কা।
অথৈ জলে পড়া (খুব বিপদে পড়া) : অকালে স্বামীকে হারিয়ে বিধবা অথৈ জলে পড়েছেন।
অদৃষ্টের পরিহাস (বিধি বিড়ম্বনা) : তারেক অদৃষ্টের পরিহাসে পড়ে তিন মাস জেল খেটেছে।
অন্তর টিপুনি (মর্মপীড়াদায়ক) : আমাদের অন্তর টিপুনি দিয়ে কথা বলা বন্ধ করা উচিত।
অন্তর টিপুনি (মর্মপীড়াদায়ক): তোমার কথা শুনলে গা-জ্বালা করে, প্রত্যেক কথাতেই অন্তর টিপুনি দিতে ওস্তাদ।
অন্ধকার দেখা (বিপদে পড়ে ভয় ও ভাবনায় আকুল হওয়া): পিতৃমাতৃহীন আকবর দেনার দায়ে দুই চোখে অন্ধকার দেখতে লাগল।
অন্ধকারে ঢিল ছোঁড়া (না জেনে কিছু করা): অন্ধকারে ঢিল না ছুঁড়ে যথাস্থানে পাটকেল নিক্ষেপ করাই বাঞ্ছনীয়।
অন্ধকারে থাকা (কোন বিষয়ে অনভিক্ষ থাকা): আমি তো সব সময়ই অন্ধকারে থাকলাম, অথচ কি দোষে আমাকে দোষী করছ।
অন্ধকারে থাকা (সম্পূর্ণ অনভিজ্ঞ থাকা) : লেখাপড়া না শিখলে সবাইকে অন্ধকারে থাকতে হয়।
অনধিকার চর্চা (অনুচিত বিষয়ে হস্তক্ষেপ) : ছাবেদ অনধিকার চর্চা ছাড়া থাকতে পারে না।
অন্ধের যষ্টি (অপরিহার্য অবলম্বন) : বৃদ্ধার একমাত্র অন্ধের যষ্টি নাতিটিও মারা গেল।
অন্ধের যষ্টি (একমাত্র অবলম্বন): বৃদ্ধা জননীর অন্ধের যষ্টির মত পুত্রটি অকালে প্রাণ হারাল।
অন্ন ধ্বংস করা (অপচয়) : এমএ পাস করে সারাদিন ঘরে বসে অন্ন ধ্বংস না করে একটা কাজের সন্ধান কর।
অনুরোধে ঢেঁকি গেলা (অনুরোধে অসম্ভব কাজ করা) : বিয়ের অনুষ্ঠানে বরকে অনুরোধে ঢেঁকি গিলতে হয়।
অনুরোধে ঢেঁকি গেলা (অসম্ভব কার্য সম্পাদন করা): কাটা খুবই কঠিন, কিন্তু এখন অধ্যক্ষের অনুরোধে ঢেঁকি গিলতে হচ্ছে।
অবস্থা বুঝে ব্যবস্থা (পরিস্থিতি বিবেচ্য) : এই ঔষধটা দুই দিন খাও, পরে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।
অমাবস্যার চাঁদ (অদর্শনীয়): কি ভাই সাবের। তুমি যে একেবারে অমাবস্যার চাঁদ হয়ে উঠলে; কতদিন তোমাকে দেখি না।
অমাবস্যার চাঁদ (যা দেখা পাওয়া ভার) : মহসিন আজকাল অমাবস্যার চাঁদ হয়েছে নাকি?
অমৃতে অরুচি (দামি জিনিসে বিতৃষ্ণা) : হাতের কাছে ভালো চাকরি পেয়েও করল না, এ যেন অমৃতে অরুচি।
অরণ্যে রোদন (নিষ্ফল আবেদন): তার নিকট এ বিষয়ে তোষামোদ করা আর অরণ্যে রোদন করা একই কথা।
অরণ্যে রোদন (বৃথা চেষ্টা) : হাড় কিপটে জামাল সাহেবের কাছে সাহায্য চাওয়া আর অরণ্যে রোদন সমান কথা।
অর্ধচন্দ্র (গলাধাক্কা) : গৃহস্থ চাকরটিকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দিল।
অর্ধচন্দ্র গান (গলাধাক্কা দেওয়া): চোরটার মায়াকান্নায় কর্ণপাত করো না; বেশ করে অর্ধচন্দ্র দান করে বিদায় কর।
অল্পবিদ্যা ভয়ংকরী (অল্প বিদ্যায় বেশ গর্ব) : অল্পবিদ্যা ভয়ংকরী কথায় কথায় ডিকশনারি।
অল্পবিদ্যা ভয়ঙ্করী (অল্প বিদ্যার গর্ব): অল্পবিদ্যা ভয়ঙ্করী বলেই অর্বাচনী জব্বার মিয়য়া বাংলাদেশের সেরা বৈজ্ঞানিক ড. কুদরত-ই-খুদার বৈজ্ঞানিক তত্ত্বের সমালোচনায় অগ্রসর হল।
অষ্টবজ্য সম্মিলন (প্রতিভাবান ব্যক্তিদের একত্র সমাবেশ): মওলানা আকরাম খাঁর লোকসভায় বাংলা সাহিত্যের অষ্টবজ্র সম্মিলন হয়েছিল।
অষ্টরম্ভা (ফাঁকি) : আনোয়ার কাজকর্মে অষ্টরম্ভা দিতে প্রস্তুত, অতএব সাবধান থেকো।
অহিনকুল সম্পর্ক (শত্রুতা) : করিম ও জাহিদ দুই বন্ধুর মধ্যে এখন অহিনকুল সম্পর্ক।
অহি-নকুল সম্বন্ধ (চিরশত্রুতা): চাচা-ভাইপোর মধ্যে একেবারে অহি-নকুল সম্বন্ধ; সামান্য ব্যাপার নিয়ে কতবার যে লড়াই হয়ে গেছে, তার ইয়ত্তা নেই।

তথ্যসূত্র: পুরাতন বইয়ের দোকান/লাইব্রেরি হতে বিভিন্ন লেখকের বাংলা ব্যাকরণ বই সংগ্রহ করে তা এখানে লিপিবদ্ধ করা হয়েছে।

Exit mobile version