Wednesday, December 4, 2024

আনোয়ার পাশা

প্র : আনোয়ার পাশা কতসালে জন্মগ্রহণ করেন?
উ : ১৯২৮ সালের ১৫ই এপ্রিল।
প্র : আনোয়ার পাশার জন্মস্থান কোথায়?
উ : ডবকাই গ্রাম, বহরমপুর, মুর্শিদাবাদ।
প্র : তিনি মূলত কী ছিলেন?
উ : কবি, কথাসাহিত্যিক, সমালোচক, শিক্ষাবিদ। মৃত্যুর পূর্ব পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সিনিয়র লেকচারার।
প্র : তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা কতটুকু ছিল?
উ : রাজশাশী সরকারি কলেজ থেকে বি এ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম.এ।
প্র : তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো কী?
উ : উপন্যাস : নীড় সন্ধানী (১৯৬৮), নিষুতি রাতের গাথা (১৯৬৮), রাইফেল রোটি আওরাত (১৯৭৩)। গল্পগ্রন্থ : নিরুপায় হরিণী (১৯৭০)। কাব্য : নদী নিঃশেষিত হলে, সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী।
প্র : তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যঅসের নাম কী?
উ : রাইফেল রোটি আওরাত।
প্র : তিনি কী পুরস্কার লাভ করেন?
উ : ১৯৭২ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (মরণোত্তর) লাভ।
প্র : রবীন্দ্র-সাহিত্যের অনুরাগী ভক্ত ও প্রগতিশীল চিন্তার অধিকারী আনোয়ার পাশা কবে মৃত্যুবরণ করেন।
উ : ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়াটার্স থেকে পাক হানাদার বাহিনীর অনুগত আলবদর সদস্যরা তাঁকে ঢাকার মিরপুরের বদ্ধভূমিতে নিয়ে গিয়ে হত্যা করে।

Related Articles

Latest Articles