প্র : আবদুল্লাহ আল মামুন কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উ : ১৯৪৩ সালের ১২ই জুলাই; জামালপুর জেলা সদরের আমলা পাড়ায়।
প্র : তাঁর প্রথম প্রকাশিত নাটক কোনটি?
উ : শপথ (১৯৬৪)
প্র : আব্দুল্লাহ আল মামুন রচিত নাটকগুলোর নাম লেখ।
উ : সুবচন নির্বাসনে (১৯৭৪), এখন দুঃসময় (১৯৭৫), এবার ধরা দাও (১৯৭৭), শাহজাদীর কাল নেকাব (১৯৭৮), চারদিকে যুদ্ধ (১৯৮৩), এখনও ক্রীতদাস (১৯৮৪), কোকিলারা (১৯৯০), মেরাজ ফকিরের মা (১৯৯৭)।
প্র : আবদুল্লাহ আল মামুন রচিত উপন্যাসগুলোর নাম লেখ।
উ : মানব তোমার সারা জীবন (১৯৮৮); আহ্ দেবদাস (১৯৮৯); তাহাদের যৌবনকাল (১৯৯১); হায় পার্বতী (১৯৯১); এই চুনীলাল (১৯৯৩); গুন্ডাপান্ডার বাবা (১৯৯৩); খলনায়ক (১৯৯৭)।
প্র : ‘এখনও ক্রীতদাস’ নাটক সম্পর্কে লেখ।
উ : আব্দুল্লাহ আল মামুন রচিত এই নাটকে ঢাকা শহরে ‘গলাচিপা’ বস্তির যুদ্ধাহত পঙ্গ মুক্তিযোদ্ধা বাক্কা মিয়ার পরিবারের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশের নিুবর্গের মানুষের অসহায় জীবনযাপনের ইতবৃত্ত। পুরুষতান্ত্রিক, পুঁজিতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীদের উপর নির্যাতনের চিহ্নও তুলে ধরা হয়েছে।
প্র : আবদুল্লাহ আল মামুন মূলত কী হিসেবে পরিচিতি?
উ : নাট্যরচয়িতা (এবং নাট্যাভিনেতা)।
প্র : তাঁর রচিত এক চরিত্রনির্ভর নাটক কোনটি ?
উ : কোকিলারা (১৯৯০)
প্র : ‘কোকিলারা’ নাটকের পরিচয় দাও।
উ : আবদুল্লাহ আল মামুন রচিত এক চরিত্র বিশিষ্ট নাটক। গ্রন্থাকারে প্রকাশ পায় ১৯৯০ খ্রিষ্টাব্দে। তবে ঢাকা গাইড হাউজ মিলনায়তনে ১৯৮৯ খ্রিষ্টাব্দের ১৯শে জানুয়ারি প্রথম অভিনীত হয়। ফেরদৌসী মজুমদার করেন এই একক অভিনয়। নাটকে তার নাম কোকিলা। ‘কোকিলারা’ উৎসগিৃত হয়েছে ফেরদৌসী মজুমদারকে। এ নাটকে তিনটি পর্যায় : প্রথম কোকিলা, দ্বিতীয় কোকিলা, তৃতীয় কোকিলা। প্রথম কোকিলা সরল বালিকা, প্রেমের প্রতারণায় গর্ভে সন্তান আসে, চোর সাব্যস্ত হয়, শেষে আত্মহত্যা করে। দ্বিতীয় কোকিলা মধ্যবিত্তের সংসারে তিলে তিলে নিঃশেষ হয়ে যাওয়া স্বামীর ভোগ্যপণ্য, নিরীহ প্রাণী। তৃতয়ি কোকিলা প্রতিবাদী, সমাজের অন্যায় ও অমানবিকতার বিপক্ষে সে সর্বদা সোচ্চার। বাংলাদেশের নারীদের তিনটি রূপ তিন কোকিলা। লেখক আশা করেছেন তার তৃতীয় কোকিলা বর্বরতা, কুসংস্কার ও অধর্মের লৌহ কপাটে আঘাত করেই যাবে। দেশ-বিদেশ মিলে নাটকটি শতবারেরও বেশি মঞ্চস্থ হয়েছে।
প্র : তিনি কী কী পুরস্কার লাভ করেন?
উ : বাংলা একাডেমী পুরস্কার (নাটক); জাতীয় চলচ্চিত্র পুরস্কার (পরিচালনা) ; জাতীয় টেলিভিশন পুরস্কার (প্রযোজনা); মুনীর চৌধুরী সম্মাননা ইত্যাদি।
প্র : তিনি কবে মৃত্যুবরণ করেন?
উ : শারীরিক নানা জটিলতায় ৪২ দিন হাসপাতালে কাটিয়ে ২১শে অগস্ট, ২০০৮; বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন।