আধুনিক যুগ

আবদুল্লা আল-মুতী

প্র : আবদুল্লাহ আল-মুতী সম্পূর্ণ নাম কী?
উ : আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দীন।
প্র : আবদুল্লাহ আল-মুতী কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উ : ১৯৩০ সালের ১লা জানুয়ারি সিরাজগঞ্জ জেলার ফুলবাড়িতে।
প্র : তিনি কোথা থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন?
উ : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় এম.এসসি (১৯৫৩); আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি (১৯৬২) ডিগ্রি লাভ করেন।
প্র : তিনি পেশায় কী ছিলেন ?
উ : আমলা। বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদ থেকে তিনি অবসরে যান। (সূত্র : বাংলা একাডেমী লেখক অভিধান : ১৯৯৮ : পৃ. ২০)
প্র : তিনি মূলত কোন ধরনের লেখক হিসেবে পরিচিতি?
উ : বিজ্ঞানলেখক হিসেবে।
প্র : তাঁর প্রকাশিত প্রথম বইয়ের নাম কী?
উ : এসো বিজ্ঞানের রাজ্যে; প্রকাশ ১৯৫৫ সালে।
প্র : তাঁর রচিত অন্যান্য কিছু গ্রন্থের নাম লেখ :
উ : আবিস্কারের নেশায় (১৯৬৯); বিজ্ঞান ও মানুষ (১৯৭৫); সাগরের রহস্যপুরী (১৯৭৬); তারার দেশের হাতছানি (১৯৮৪); বিজ্ঞানের বিস্ময় (১৯৮৬); শিক্ষা ও বিজ্ঞান : নতুন দিগন্ত (১৯৯১); মহাকাশে কী ঘটছে (১৯৯৭) ইত্যাদি।
প্র : তিনি কোন কোন পুরস্কার লাভ করেন?
উ : দেশের প্রধান প্রধান প্রায় সব পুরস্কারই লাভ করেন। যেমন : বাংরা একাডেমী পুরস্কার (১৯৭৫); ইউনেস্কো আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার (১৯৮৩); একুশে পদক (১৯৮৫); স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৯৫) ইত্যাদি।
প্র : তিনি কবে কোথায় মৃত্যুবরণ করেন ?
উ : ১৯৯৮ সালের ৩০শে নবেম্বর ঢাকায়।

Exit mobile version