প্র : আবদুল কাদিরের জন্ম কত সনে ?
উ : ১৯০৬ সালের ১লা জুন।
প্র : তাঁর জন্মস্থান কোথায় ?
উ : আড়াই সিধা গ্রাম, ব্রাহ্মণবাবিড়য়া।
প্র : তিনি মূলত কী ছিলেন?
উ : কবি, প্রাবন্ধিক, গবেষক, ছান্দসিক ও সম্পাদক।
প্র : তাঁর শিক্ষাগত যোগ্যতা কতটুকু ছিল?
উ : তিনি অন্নদা মডেল হাইস্কুল থেকে ম্যাট্রিক, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএসসি এবং ঢাকা বিশ্বদ্যালয়ে বি.এ ক্লাস পর্যন্ত অধ্যয়ন করেন। তিনি প্রথমে কোথায় কর্মরত ছিলেন?
প্র : তিনি প্রথমে কোথায় কর্মরত ছিরেন?
উ : কলকাতায় সওগাত পত্রিকার সম্পাদনা বিভাগে চাকুরি করেন।
প্র : তিনি কার সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন ?
উ : কমরেড মুজফ্ফর আহমদের কন্যা আফিয়া খাতুনের সঙ্গে।
প্র : তিনি কাজী নজরুল ইসলামের কোন পত্রিকায় বার্তা সম্পাদক নিযুক্ত হন ?
উ : দৈনিক নবযুগ পত্রিকায়।
প্র : তিনি অন্য কোন সাপ্তাহিক পত্রিকায় চাকুরি করেন ?
উ : মোহাম্মদী ও অর্ধসাপ্তাহিক পয়গাম পত্রিকায়।
প্র : ১৯২৬ সালে ‘মুসলিম সাহিত্য সমাজ’ এর নেতৃত্বে ঢাকার ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের তিনি কী ভূমিকা পালন করেন ?
উ : প্রধান উদ্যোক্তা।
প্র : মুসলিম সাহিত্য সমাজ থেকে প্রকাশিত ‘শিখা’ পত্রিকার তিনি কী ছিলেন?
উ : প্রকাশক ও লেখক (১৯২৭)
প্র : তাঁর প্রকাশিত গ্রন্থ কী?
উ : কবিতা : দিলরুবা (১৯৩৩), উত্তর বসন্ত (১৯৬৭); প্রবন্ধ : বাংলা কাব্যের ইতিহাস : মুসলিম সাধনার ধারা (১৯৪৪), কবি নজরুল (১৯৭০), কাজী আবদুল ওদুদ (১৯৬৭), লোকায়ত সাহিত্য (১৮৮৫)।
প্র : মৌলিক রচনা ছাড়াও তিনি কী সম্পাদনা করেছেন?
উ : কাব্য মালঞ্চ, মুসলিম সাহিত্যের সেরা গল্প, নজরুল রচনাবলি (১ম খন্ড-৫ম খন্ড) রোকেয়া রচনাবলি, সিরাজী রচনাবলি, লুৎফর রহমান রচনাবলি, ইয়াকুব আলী চৌধুরী রচনাবলি, কাব্যবীথি ইত্যাদি।
প্র : এই সম্পাদনাকর্মের মধ্যে কোনটি ব্যাপকভাবে প্রশংসিত?
উ : নজরুল রচনাবলি সম্পাদনা।
প্র : সাহিত্যকীর্তির জন্য তিনি কি কি পুরস্কার লাভ করেন?
উ : বাংলা একাডেমী পুরস্কার, একুশে পদক, নাসিরউদ্দিন স্বর্ণপদক, কুমিল্লা ফাউন্ডেশন্স পদক, মুক্তধারা পুরস্কার লাভ করেন।
প্র : তিনি অন্য কোন বিষয়ে বিশেষ ভূমিকা রাখেন?
উ : শুধু ছন্দ রচনায় নয়, ছন্দ বিচারেও তাঁর অধিকার ছিল।
প্র : তাঁর কোন গ্রন্থে বাংলাছন্দের সামগ্রিক রূপটি বিশ্লেষণ করার প্রয়াস আছে?
উ : ‘ছন্দ-সমীক্ষণ’
প্র : তাঁর কাব্য প্রায়সে কী লক্ষণীয়?
উ : মোহিতলালের ধ্রুপদী সংগঠন ও নজরুলের উদাত্ত আবেগের চমৎকার সমস্বয় সহজে লক্ষণীয়।
প্র : তাঁর মৃত্যু সন কত ?
উ : ঢাকা, ১৯৮৪ সালের ১৯শে ডিসেম্বর।