প্র : আব্দুল গাফ্ফার চৌধুরীর জন্ম কবে ও কোথায় ?
উ : ১৯৩৪ সালের ১২ই ডিসেম্বর; বরিশালের উলানিয়ায়।
প্র : আবদুল গাফ্ফার চৌধুরীর প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কী?
উ : ডানপিটে শওকত (১৯৫৩)।
প্র : ‘ডানপিটে শওকত’ কোন জাতীয় গ্রন্থ ?
উ : শিশুতোষ গ্রন্থ।
প্র : তাঁর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের নাম কি?
উ : কৃষ্ণপক্ষ (১৯৫৯)।
প্র : তাঁর প্রথম প্রকাশিত উপন্যাসগ্রন্থের নাম কী?
উ : চন্দ্রদ্বীপের উপাখ্যান (১৯৬০)।
প্র : আবদুল গাফ্ফার চৌধুরীর প্রকাশিত প্রধান গ্রন্থেগুলোর নাম লেখ।
উ : গল্পগ্রন্থ : সম্রাটের ছবি (১৯৫৯), সুন্দর হে সুন্দর (১৯৬০); উপন্যাস : নাম না জানা ভোর (১৯৬২), নীল যমুনা (১৯৬৪), শেষ রাত্রির চাঁদ (১৯৭৬); সম্পাদনা : বাংলাদেশ কথা কয় (১৯৭২)।
প্র : আবদুল গাফ্ফার চৌধুরীর অমর কর্ম কোনটি ?
উ : ভাষা আন্দোলনের শহিদের স্মরণে রচিত গান : আমার ভাইয়ের রক্তে রাঙানো/একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।
প্র : এই গানটি প্রথম কোথায় প্রকাশিত হয় ?
উ : হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারী’ (১৯৫৩) গ্রন্থে।
প্র : গানটির সুরকার কে?
উ : আলতাফ মাহমুদ।
প্র : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক কোন চলচ্চিত্রের কাহিনি নির্মাণ করে তিনি খ্যাতি অর্জন করেন।
উ : পলাশী থেকে ধানমন্ডি (২০০৭)