প্র : আবদুল হাকিম কে ছিলেন?
উ : সপ্তদশ শতাব্দীর মুসলিম কবি।
প্র : আবদুল হাকিম এর জন্ম-মৃত্যু কত সালে এবং কোথায়?
উ : তিনি ১৬২০ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করেন ১৬৯০-এ। সন্দীপের সুধারামে তার জন্ম। পিতা শাহ রাজ্জাক।
প্র : আবদুল হাকিমের কয়টি কাব্য পাওয়া গেছে?
উ : ৫টি। ইউসুফ জোলেখা, নূরনামা, দুরের মজলিশ, লালমোতি সয়ফুলমুলুক, হানিফার লড়াই।
প্র : মাতৃভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে রচিত প্রবাদতুল্য তাঁর পঙক্তি দুটি কি?
উ : যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি ॥
প্র : কোন কাব্যে তিনি এই প্রবাদতুল্য তাঁর পঙক্তি দুটি কি ?
উ : নূরনামা।
প্র : তিনি কেন এ ধরনের পঙ্ক্তি লেখেন ?
উ : মধ্যযুগে মুসলমানগণ বাংলাকে নিজেদের ভাষা মনে না করে পারসি-আরবি-উর্দুকে আপন ভাষা মনে করতো। এই পরভাষাপ্রীতিকে আঘাত করার জন্য আবদুল হাকিম এ ধরনের পঙ্ক্তি লেখেন।