প্র : আবুল কালাম শামসুদ্দীন এর জন্ম তারিখ কত?
উ : ৩.১১.১৮৯৭।
প্র : তাঁর জন্মস্থান কোথায়?
উ : ধানিখোলা গ্রাম, ত্রিশাল, ময়মনসিংহ।
প্র : তিনি মূলত কী ছিলেন?
উ : সাংবাদিক, সাহিত্যিক ও রাজনীতিবিদ।
প্র : তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করেন কত সনে?
উ : ১৯২১ খ্রিষ্টাব্দে।
প্র : অসযোগ আন্দোলনে কংগ্রেসের আহ্বানে কোন পরীক্ষা বর্জন করেন?
উ : বি.এ।
প্র : বাঙালি মুসলমান সমাজের কল্যাণ সাধনায় কোন পেশায় আত্মনিয়োগ করেন?
উ : সাংবাদিকতা ও সাহিত্য সাধনায়।
প্র : তিনি ১৯২৩-এ কোন পত্রিকায় সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন?
উ : দৈনিক মোহাম্মদী পত্রিকায়।
প্র : মোহাম্মদ নাসিরউদ্দীন প্রতিষ্ঠিত ও সম্পাদিত সওগাত পত্রিকায় তিনি কোন বিভাগে কর্মরত ছিলেন?
উ : সম্পাদনা বিভাগে (১৯২৬)।
প্র : মাওলানা আকরম খাঁ প্রতিষ্ঠিত ও সম্পাদিত দৈনিক আজাদ পত্রিকার সম্পাদনা বিভাগে তিনি কবে যোগদান করেন?
উ : ৩১শে অক্টোবর, ১৯৩৬।
প্র : তিনি ‘দৈনিক আজাদ’ প্রত্রিকায় কত বছর সম্পাদনা করেন?
উ : দীর্ঘ বাইশ বছর (১৯৪০-’৬২)।
প্র : তিনি কত সনে দৈনিক পাকিস্তান পরে দৈনিক বাংলার সম্পাদক নিযুক্ত হন?
উ : ৬ই নভেম্বর, ১৯৬৪।
প্র : তিনি কখন মুসলিম লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন?
উ : ত্রিশের দশকে।
প্র : বাঙালি মুসলিম সমাজকে ইসলামিক ভাবধারায় অনুপ্রাণিত করার প্রয়াসে কলকাতায় ‘পূর্ব পাকিস্তান রেনেসাঁ সোসাইটি’ (১৯৪০) প্রতিষ্ঠা হয়। তিনি এর কোন পদে ছিলেন।
উ : সভাপতি।
প্র : মুসলিম লীগের মনোনয়নে ময়মনসিংহ জেলা থেকে বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন কত সালে
উ : ১৯৪৬ সালে।
প্র : ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি কী ভূমিকা পালন করেন?
উ : অত্যন্ত প্রতিবাদী ভূমিকা।
প্র : ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে পূর্ববঙ্গ পরিষদে থেকে কত তারিখে তিনি পদত্যাগ করেন?
উ : ২২শে ফেব্রুয়ারি, ১৯৫২।
প্র : তিনি কত তারিখে ঢাকা মেডিক্যাল কলেজ হোস্টেল প্রাঙ্গণে নির্মিত প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন?
উ : ২৩শে ফেব্রুয়রি, ১৯৫২।
প্র : আয়ুব বিরোধী গণআন্দোলনের সময় সরকারের দমন নীতির প্রতিবাদে তিনি কোন খেতাব বর্জন করেন?
উ : ‘সিতারা-এ খেদমত’ ও ‘সেতারা-এ ইমতিয়াজ’ খেতাব (১৯৬০)।
প্র : ১৯৭১ এ মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের অখন্ডতা রক্ষার পক্ষে অর্থাৎ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তিনি কত তারিখে বিবৃতি প্রদান করেন?
উ : ১৭ই মে, ১৯৭১।
প্র : তিনি কোন বিষয়ে বহু চিন্তামূলক সরস প্রবন্ধ রচনা করেন?
উ : সাহিত্য, সমাজ ও সংস্কৃতি বিষয়ে।
প্র : তিনি অন্য কোন বিষয়ে কৃতিত্বের পরিচয় প্রদান করেন?
উ : বাংলা সাহিত্যের মুসলিম ধারার এবং নজরুল কাব্যের বিচার-বিশ্লেষণ ও নবমূল্যায়নে।
প্র : কাজী নজরুল ইসলামকে তৎকর্তৃক প্রথম কী বলে অভিহিত করা হয়?
উ : যুগ প্রবর্তক।
প্র : তিনি কী কী পুরস্কার লাভ করেন?
উ : অনুবাদ সাহিত্যে বাংলা একাডেমী পুরস্কার (১৯৭০), সাংবাদিকতা ও সাহিত্যে একুশের পদক (১৯৭৬)।
প্র : তাঁর প্রকাশিত গ্রন্থাবলি কী?
উ : কচিপাতা (শিশু সাহিত্য, ১৯৩২), ত্রিস্রোতা (তুর্গেনিঙের তিনটি গল্পে অনুবাদ, ১৯৩৯), দৃষ্টিকোণ (প্রবন্ধ সংকলন, ১৯৬১), ইলিয়ড (বঙ্গানুবাদ, ১৯৬৭), পলাশী থেকে পাকিস্তান (ইতিহাস, ১৯৬৮), াতীত দিনের স্মৃতি (আত্মজীবনী ও স্মৃতিচারণ, ১৯৬৮)।
প্র : তিনি কোন পত্রিকা সম্পাদনা করে জীবনের এক অক্ষয় কীর্তি রেখে গেছেন?
উ : দৈনিক আজাদ।
প্র : তাঁর মৃত্যু তারিখ কত?
উ : ৪.৩.১৯৭৮।