প্র : আবুল হাসানের জন্মতারিখ কত?
উ : ৪ঠা আগস্ট, ১৯৪৭।
প্র : তাঁর জন্মস্থান কোথায়?
উ : মাতুলালয়, বর্নি গ্রাম, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
প্র : তাঁর পৈতৃক নিবাস কোথায়?
উ : নাজিরপুর, পিরোজপুর।
প্র : তিনি মূলত কী ছিলেন?
উ : কবি ও সাংবাদিক।
প্র : তাঁর প্রকৃত নাম কী?
উ : আবুল হোসেন মিয়া।
প্র : তাঁর সাহিত্যিক নাম কী?
উ : আবুল হাসান।
প্র : তাঁর পেশা কী ছিল?
উ : সাংবাদিকতা।
প্র : কোন সালে দৈনিক ‘ইত্তেফাক’ পত্রিকার বার্তা বিভাগে চাকরি করেন?
উ : ১৯৬৯ সালে।
প্র : তিনি কী হিসেবে খ্যাত?
উ : একজন সৃষ্টিশীল কবি হিসেবে।
প্র : কোন দিকটি তাঁর কবিতায় সার্থকভাবে প্রতিফলিত হয়েছে?
উ : আত্মগত দুঃখবোধ, মৃত্যুচেতনা, বিচ্ছিন্নতা বোধ, নিঃসঙ্গচেতনা, স্মৃতিমুগ্ধতা ও মুক্তিযুদ্ধের চেতনা।
প্র : তাঁর প্রকাশিত গ্রন্থের নাম কী?
উ : কাব্যগ্রন্থ: ‘রাজা যায় রাজা আসে’ (১৯৭২), ‘যে তুমি হরণ করো’ (১৯৪৭), ‘পৃথক পালঙ্ক’ (১৯৭৫)। তাঁর মৃত্যুর পরে প্রকাশিত কাব্যনাট্য ‘ওরা কয়েকজন’ (১৯৮৮); গল্প সংকলন: ‘আবুল হাসান গল্প সংগ্রহ’ (১৯৯০)।
প্র : সাহিত্যে তিনি কী কী পুরস্কার ও পদক লাভ করেন?
উ : ১৯৭০-এ এশীয় কবিতা প্রতিযোগিতায় প্রথম স্থান, কবিতায় মরণোত্তর বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, (১৯৭৫), বাংলাদেশ সরকার প্রদত্ত সাহিত্যে মরণোত্তর একুশের পদক (১৯৮২)।
প্র : তাঁর মৃত্যু তারিখ কত?
উ : ২৬শে নভেম্বর, ১৯৭৫।