প্র : আবুল হুসেনের জন্মতারিখ কত?
উ : ৬ই জানিয়ারি, ১৮৯৬।
প্র : তাঁর জন্মস্থান কোথায়?
উ : মাতুলালয়, পানিসারা গ্রাম, যশোর।
প্র : তাঁর পৈতৃক নিবাস কোথায়?
উ : কাউরিয়া গ্রাম, যশোর।
প্র : তিনি মূলত কী ছিলেন?
উ : চিন্তাবিদ ও প্রাবন্ধিক।
প্র : তাঁর পেশা কী ছিল?
উ : প্রথমে শিক্ষকতা, কলকাতা হেয়ার স্কুলে সহকারী শিক্ষক (১৯২০), ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে ১৯২১ সালে অর্থনীতি ও বাণিজ্য বিভাগের লেকচারার।
প্র : তিনি কীসের অন্যতম প্রতিষ্ঠাতা?
উ : ঢাকার ‘মুসলিম সাহিত্যসমাজ’ (১৯২৬)।
প্র : তাঁর কী আন্দোলন গড়ে তোলেন?
উ : ‘বুদ্ধির মুক্তি আন্দোলন’।
প্র : আবুল হুসেন এ আন্দোলনের কী ছিলেন?
উ : প্রাণপুরুষ।
প্র : সাহিত্য-সমাজের মুখপত্র পত্রিকার নাম কী ছিল?
উ : ‘শিখা’ (১৯২৭-৩১)।
প্র : বুদ্ধির মুক্তি আন্দোলনের সংগঠনকে শিখা গোষ্ঠী বলা হয় কেন?
উ : এই সংগঠনের পত্রিকা ‘শিখা’র নাম অনুসারে।
প্র : তিনি শিখা পত্রিকার কোন বর্ষের সম্পাদক ছিলেন?
উ : প্রথম বর্ষের (১৯২৭)।
প্র : তিনি কী হিসেবে খ্যাত?
উ : মননশীল ও যুক্তিনিষ্ঠ প্রাবন্ধিক।
প্র : তাঁর বিখ্যাত গ্রন্থের নাম কী?
উ : বাংলার বলশী (১৯২৫), বাঙালি মুসলমানদের শিক্ষা সমস্যা (১৯২৮), মুসলিম কালচার (১৯২৮)।
প্র : ‘বাংলার বলশী’ গ্রন্থের কী নির্দেশ করা হয়েছে?
উ : কৃষকদের দুঃখ দুর্দশা চিহ্নিত করে তাদের মুক্তির পথ নির্দেশ।
প্র : তিনি রুশ বিপ্লবের প্রেরণায় অনুপ্রাণিত হয়ে কী কী প্রবন্ধ রচনা করেন?
উ : কৃষকের আর্তনাদ, কৃষকের দুর্দশা, কৃষি বিপ্লবের সূচনা।
প্র : তাঁর মৃত্যু তারিখ কত?
উ : ১৫ই অক্টোবর, ১৯৩৮।