প্র : আবুল হোসেন কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উ : ১৯২২ সালের ১৫ই আগস্ট; খুলনায়।
প্র : তাঁর পেশা ও পরিচিতি সম্পর্কে লেখ।
উ : তিনি পেশায় বাংলাদেশ সরকারের কর্মকর্তা (প্রাক্তন যুগ্ম সচিব) ছিলেন। তবে কবি হিসেবেই পরিচিত।
প্র : তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থসমূহের নাম কী?
উ : নব বসন্ত (১৯৪০), বিরস সংলাপ (১৯৬৯), হাওয়া তোমার কি দুঃসাহস (১৯৮২), দুঃস্বপ্ন থেকে দুঃস্বপ্নে (১৯৮৫), এখনও সময় আছে (১৯৯৬), রাজা রাজড়া (১৯৯৭)।
প্র : তাঁর রচিত একমাত্র উপন্যাসটির নাম কী?
উ : অরণ্যের ডাক (১৯৫৪)।