Wednesday, December 4, 2024

আবু জাফর ওবায়দুল্লাহ

প্র : আবু জাফর ওবায়দুল্লাহ কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উ : ১৯৩৪ সারের ৪ঠা ফেব্রুয়ারি; বরিশালের গির্জামহল্লায়।
প্র : তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থের নাম ও ধরন কী?
উ : সাতনরী হার (১৯৫৫); কাব্যগ্রন্থ।
প্র : তিনি পেশায় কী ছিলেন?
উ : বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব, স্বৈরাচার এরশাদ সরকারের মন্ত্রী, এফএও-র অতিরিক্ত মহাপরিচালক। কিন্তু তাঁর পরিচয়, তিনি একজন কবি।
প্র : তাঁর উল্লেখযোগ্য কবিতা হলো :
উ : আমি কিংবদন্তীর কথা বলছি ও কোন এক মাকে (কুমড়ো ফুলে ফুলে নুয়েপড়েছে লতাটা)।
প্র : আবু জাফর ওবায়দুল্লাহর কাব্যগ্রন্থসমূহ :
উ : কখনো রং কখনো সুর (১৯৭০), কমলের চোখ (১৯৭৪), আমি কিংবদন্তীর কথা বলছি (১৯৯৩) ইত্যাদি।
প্র : ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কাব্যগ্রন্থের পরিচয় দাও।
উ : আবু জাফর ওবায়দুল্লাহর এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৮১ সালে। গ্রন্থটিতে ৩৯টি কবিতা স্থান পেয়েছে। বাঙালি জাতিসত্তার মৃত্তিকামূলে শিকড় সঞ্চার করে এ কাব্যগ্রন্থে কবি ঐক্যবদ্ধ চেতনায় সাহসী মানুষের সম্ভাবনার ছবি এঁকেছেন। এই কাব্যগ্রন্থের নাম কবিতায় আছে : ‘আমি কিংবদন্তীর কথা বলচি/আমি আমার পূর্বপুরুষের কথা বলছি/তার বুকে রক্তজবার মতো ক্ষত ছিল-’।
প্র : তিনি কত সালে মৃত্যুবরণ করেন ?
উ : ২০০১ সালে।

Related Articles

Latest Articles