প্র : আবু রুশদ কবে কোথায় জন্মগ্রহণ করেন?
উ : ১৯১৯ সালের ২৫শে ডিসেম্বর; কলকাতায়।
প্র : তাঁর সম্পূর্ণ নাম কী?
উ : আবু রুশদ মতিন উদ্দিন।
প্র : তাঁর মাতা-পিতার নাম কী?
উ : আমাতুজ জোহরা ও সৈয়দ আবদুল করিম।
প্র : তিনি কোথায় লেখাপড়া করেন?
উ : কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইংরেজিতে øাতক (স.) ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে øাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
প্র : তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থের নাম ও ধরন কী?
উ : রাজধানীতে ঝড় (১৯৩৯); গল্পগ্রন্থ।
প্র : তাঁর রচিত প্রধান গ্রন্থগুলোর নাম লেখ।
উ : গল্পগ্রন্থ : প্রথম যৌবন (১৯৪৮), ডোবা হলো দীঘি (১৯৬০), শাড়ি বাড়ি গাড়ি (১৯৬১), মহেন্দ্র মিষ্টান্ন ভান্ডার (১৯৮২), বিয়োগ ব্যথা (১৯৯৬); উপন্যাস : এলোমেলো (১৯৪৬), সামনে নূতন দিন (১৯৫১), নোঙর (১৯৬৩), স্থগিত দ্বীপ (১৯৭৪)।
প্র : তিনি কোন কোন পুরস্কার লাভ করেন?
উ : একুশে পদক (১৯৮১), নাসিরউদ্দিন স্বর্ণপদক (১৯৯২), শেরে বাংলা পুরস্কার (১৯৯২) ইত্যাদি।
প্র : তিনি কবে মৃত্যুবরণ করেন?
উ : ২০১০ সালের ২৩শে ফেব্রুয়ারি মঙ্গলবার।