Wednesday, October 9, 2024

আবু হেনা মোস্তফা কামাল

প্র : আবু হেনা মোস্তফা কামালের জন্ম্র তারিখ কত?
উ : ৩.১২.১৯৩৬।
প্র : তাঁর জন্মস্থান কোথায়?
উ : গোবিন্দগ্রাম, সিরাগঞ্জ।
প্র : তিনি মূরত কী ছিরেন?
উ : শিক্ষাবিদ, কবি, লেখক।
প্র : তাঁর পেশা কী ছিল?
উ : অধ্যাপনা।
প্র : তিনি বাংলা একাডেমীর মহাপরিচালক পদে যোগদান করেন কত সালে
উ : ১৯৮৬, ১১ই মার্চ।
প্র : তিনি কী কী রচনা করে প্রভূত সুনাম অর্জন করেন?
উ : কবিতা, প্রবন্ধ, গান।
প্র : তাঁর প্রকাশিত গ্রন্থাবলির নাম কী?
উ : কাব্য : আপন যৌবন বৈরী (১৯৭৪), যেহেতু জন্মান্ধ (১৯৮৪), আক্রান্ত গজল (১৯৮৮); প্রবন্ধ-গবেষণা : শিল্পীর রূপান্তর (১৯৫), ঃthe Bengali Press and Literary writing (১৯৭৭), কথা ও কবিতা (১৯৮১)।
প্র : সাহিত্যকর্মের জন্য তিনি কী কী পুরস্কার লাভ করেন?
উ : আলাওল পুরস্কার (১৯৭৫), সুহৃদ সাহিত্য স্বর্ণপদক (১৯৮৬), একুশের পদক (১৯৮৭), আবদুল করিম সাহিত্যবিশারদ স্বর্ণপদক (১৯৮৯), সাদাত আলি আকন্দ স্মৃতি পুরস্কার (১৯১৯)
প্র : তাঁর মৃত্যু তারিখ কত?
উ : ২৩.৯.১৯৮৯।

Related Articles

Latest Articles