Wednesday, October 9, 2024

আলাওল

প্র : আলাওলের জন্ম সন কত?
উ : ১৬০৭ (আনুমানিক)।
প্র : তার জন্মস্থান কোথায়?
উ : জোবরা গ্রাম, হাটহাজারি, চট্টগ্রাম; মতান্তরে ফতেহাবাদ পরগনা, ফরিদপুর।
প্র : তিনি মূলত কী ছিলেন?
উ : কবি ও পন্ডিত। বাংলা, সংস্কৃত, পারসি ও আরবি ভাষা জানতেন।
প্র : তিনি আরাকানে কী পেশায় নিয়োজিত ছিলেন?
উ : আরাকান-রাজ উমাদারের রাজদেহরক্ষী অশ্বারোহী।
প্র : আলাওলের পিতা কী করতেন?
উ : আলাওলের পিতা ফতেহাবাদের মজলিস কুতুবের মন্ত্রী ছিলেন।
প্র : আলাওল তাঁর কর্মজীবন কোথায় শুরু করেন?
উ : আলাওল মগরাজের সেনাবাহিনীতে চাকরি নেন।
প্র : আলাওলের সময় আরাকানের রাজা কে ছিলেন?
উ : রাজা সুধর্মা।
প্র : আরাকানে কে আলাওলকে কাব্য রচনায় উৎসাহিত করেন?
উ : প্রধান অমাত্য মাগন ঠাকুর।
প্র : এ পর্যন্ত আলাওলের কয়টি গ্রন্থের সন্ধান পাওয়া যায়?
উ : ৭টি।
প্র : গ্রন্থগুলির নাম কী?
উ : পদ্মাবতী (১৬৪৮), সয়ফুলমূলক বদিউজ্জামাল (১৬৬৯), হপ্ত পয়কর (১৬৬৫), সিকান্দরনামা (১৬৭৩), রাগতালনামা এবং দৌলত কাজীর অসমাপ্ত গ্রন্থ সতীময়না-লোর-চন্দ্রানী (১৬৫৯)।
প্র : ‘হপ্তপয়কর’ গ্রন্থের পরিচয় দাও।
উ : ‘হপ্তপয়কর’ সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি কোনো এক সময়ের রচনা। আরাকান রাজসভায় সৈয়দ আলাওল এই কাব্য রচনা করেন। সম্ভবত ১৬৬৫ এর রচনাকাল। প্রসিদ্ধ কবি নিজামির পারসি ভাষায় বর্তমান কাব্য রচনা করেন। রাজপুত্র বহরাম সাতরাত্রি ধরে তাঁর সাতজন পরির কাজে যে সাতটি গল্প শোনেন তার সংকলন। পারসি ও বাংলা সাহিত্যের সম্পর্কের ইতিহাসে এই গ্রন্থটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
প্র : ‘পদ্মাবতী’ কোন গ্রন্থ অবলম্বনে রচিত?
উ : কবি মালিক মুহম্মদ জায়সির হিন্দিকাব্য পদুমাবৎ অবলম্বনে।
(পদ্মাবতী গ্রন্থের কাহিনি-সংক্ষেপ জানার জন্য দ্রষ্টব্য : এই গ্রন্থের ‘মুসলিম-রচিত সাহিত্য’ অংশ।)
প্র : পদ্মাবতীকে আলাওলের শ্রেষ্ট রচনা বলে কেন?
উ : একাব্যে কবির- ১. নাগরিক শিক্ষা, ২. রুচির বৈদগ্ধ্য রূপ, ৩. ভাবের গভীরতা, ৪. ভাষা ও অলংকার প্রয়োগে বুদ্ধিদীপ্ততার পরিচয় পাওয়া যায় বলে।
প্র : ‘রক্ত উৎপল লাজে জলান্তরে বৈসে।
তাম্বুল রাতুল হৈল অধর পরশে ॥’
কোন-কাব্যে আছে?
উ : আলাওলের পদ্মাবতী গ্রন্থের রূপ বর্ণনা খ-ে।
প্র : ‘পদ্মাবতী’ কোন ধরনের রচনা?
উ : ইতিহাসাশ্রিত রোমান্টিক প্রেমকাব্য।
প্র : সিকান্দারনামা গ্রন্থটি কার রচনা? উৎস কী?
উ : আলাওলের রচনা। উৎ-নৈজামি সমরখন্দের ফারসি কাব্য ইস্কান্দার নামার সরল অনুবাদ।
প্র : তাঁর মৃত্যু হয় কত সনে?
উ : ১৬৮০ খ্রিষ্টাব্দ।

Related Articles

Latest Articles