Friday, October 4, 2024

আহমদ ছফা

প্র : আহমদ ছফা কবে কোথায় জন্ম গ্রহণ করেন?
উ : ৩০শে জুন, ১৯৪৩; গাছবাড়িয়া, চট্টগ্রাম।
প্র : তাঁর প্রাতিষ্ঠানিক লেখাপড়া কোন পর্যন্ত?
উ : রাষ্ট্রবিজ্ঞানে øাতকোত্তর ডিগ্রি অর্জন করে পিএইচ.ডি. গবেষণায় নাম লেখালেও ডিগ্রি অর্জন সম্ভব হয় নি।
প্র : তিনি মূলত কী হিসেবে পরিচিত?
উ : চিন্তাবিদ ও সাহিত্যিক।
প্র : তিনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
উ : উত্থানপর্ব।
প্র : তাঁর প্রকাশিত উপন্যাস গ্রন্থসমূহের নাম কী?
উ : উপন্যাস: সূর্য তুমি সাথী (১৯৬৭), ওঙ্কার (১৯৭৫), একজন আলী কেনানের উত্থান পতন (১৯৮৯), মরণ বিলাস (১৯৯০), গাভি বিত্তান্ত (১৯৯৪), অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী (১৯৯৬), বিহঙ্গ পুরাণ (১৯৮৬)।
প্র : তাঁর প্রবন্ধগ্রন্থগুলো কী কী?
উ : জাগ্রত বাংলাদেশ (১৯৭১), বুদ্ধি বৃত্তির নতুন বিন্যাস (১৯৭৩), বাঙালি মুসলমানের মন (১৯৭৬), সিপাহীযুদ্ধের ইতিহাস (১৯৮০), শতবর্ষের ফেরারী: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৯৭), সাম্প্রতিক বিবেচনা: বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস (১৯৯৭), যদ্যপি আমার শুরু প্রফেসর রাজ্জাক (১৯৯৭)।
প্র : ‘ওঙ্কার’ উপন্যাসের পরিচয় দাও।
উ : আহমদ ছফা রচিত এই উপন্যাসের নায়ক, আবু নসরের বোবা মেয়েকে বিয়ে করে। আবু নসরের সঙ্গে আইয়ুব খানের সম্পর্ক থাকায় সে এক ধরনের ক্ষমতা লাভ করে। আর এই ঘটনার সূত্র ধরে উপন্যাসটির কাহিনি গতি লাভ করেছে। এটি মূলত ’৬৯-এর গণঅভ্যুত্থানের পটভূমিতে লেখা হয়েছে।
প্র : তাঁর অন্য গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য?
উ : গল্প: নিহত নক্ষত্র (১৯৬৯); কবিতা: জল্লাদ সময় (১৯৭৪), দুঃখের দিনে দোহা (১৯৭৫); অনুবাদ: তানিয়া (১৯৬৭), ফাউস্ট (১৯৮৬), বাট্রান্ড রাসেল সংশয়ী রচনাবলী; শিশুতোষ: দোলা আমার কনক চাপা (১৯৬৮), গো হাকিম (১৯৭৭)।
প্র : তিনি কী কী পুরস্কার লাভ করেন?
উ : লেখক শিবির পুরস্কার ১৯৭৫ (প্রত্যাখ্যান), সাদাত আলী আকন্দ পুরস্কার (প্রত্যাখ্যান), ইতিহাস পরিষদ পুরস্কার (১৯৮০)।
প্র : তিনি কবে মৃত্যুবরণ করেন?
উ : ২০০১ সালের ২৮শে জুলাই।

Related Articles

Latest Articles