Friday, June 14, 2024

আ এর উচ্চারণ

(i) আ সাধারণত দীর্ঘ উচ্চারিত হয় (এক সিলেবাস যুক্ত শব্দের ক্ষেত্রে) :
আম (আ-ম), জাম (জা-ম), ধান (ধা-ন), ধার (ধা-র), হাস (হা-স) তবে দুই সিলেবাস যুক্ত বা তার অধিক হলে আ দীর্ঘ হয় না :
জামা
রামা
ধারা
তাদের
আমাদের ইত্যাদি।

(ii) ক. শব্দের শুরুতে ‘জ্ঞ’ থাকলে আ-কারের উচ্চারণ ‘অ্যা’ এর মতো হয় :
জ্ঞান (গ্যান), জ্ঞাত (গ্যাঁতো), জ্ঞাপন (গ্যাঁতি) ইত্যাদি শব্দের মধ্যে জ্ঞ থাকলে ‘অ্যা’ এর প্রবণতা থাকে, শব্দের শেষে জ্ঞ থাকলে আ এর স্বাভাবিক উচ্চারণ হয়।

খ. য ফলাযুক্ত ব্যঞ্জনের সঙ্গে আ-কার ধ্বনির উচ্চারণ ‘অ্যা’ হয় :
ত্যাগ (ত্যাগ্)
ন্যায় (ন্যায়্)
খ্যাতি (খ্যাতি)
অন্যান্য (ওননান্নো)
প্রখ্যাত (প্রকখাতো)
বিখ্যাত (বিক্খাতো) ইত্যাদি।

Related Articles

Latest Articles