Friday, October 4, 2024

উইলিয়াম জোনস, স্যার

প্র : উইলিয়াম জোনস এর জন্ম তারিখ কত?
উ : ২৮/০৯/১৭৪৬।
প্র : তাঁর জন্মস্থান কোথায়?
উ : ইংল্যান্ড।
প্র : তিনি মূলত কী ছিলেন?
উ : বহু ভাষাবিদ ও এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা।
প্র : তিনি প্রাচ্যভাষা শেখেন কোথা থেকে?
উ : অক্সফোর্ড থেকে।
প্র : তিনি কত সালে পারসি ভাষায় নাদির শাহের জীবনী অনুবাদ করেন।
উ : ১৭৭০
প্র : কত সালে তিনি কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?
উ : ১৭৮৪ সালে (আজীবন সদস্য ও সভাপতি ছিলেন)
প্র : তিনি কোন কোন গ্রন্থ সংস্কৃত থেকে ইংরেজিতে অনুবাদ করেন?
উ : ‘শকুন্তলা’, ‘হিতোপদেশ’, জয়দেবের ‘গীতগোবিন্দ’ ইত্যাদি।
প্র : তাঁর স্মৃতিস্তম্ভ কোথায় আছে?
উ : কলকাতয় সেন্ট পল্স্ ক্যাথিড্রল গির্জায়।
প্র : তাঁর মৃত্যু সন কত?
উ : ১৭৯৪ খ্রিষ্টাব্দ।

Related Articles

Latest Articles