Friday, December 6, 2024

উ দিয়ে বাগধারা ও বাক্য প্রয়োগ তৈরি

উজানের কৈ (সহজলভ্য) : অস্ট্রেলিয়ার কাছে ক্রিকেট জয় এখন উজানের কৈ-এর মত।
উঠে পড়ে লাগা (দৃঢ় সংকল্প) : পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করার জন্য শোভন উঠে পড়ে লেগেছে।
উঠতি বয়স (যৌবনের প্রথমাবস্থা) : উঠতি বয়সের ছেলেমেয়েরা বেশি ভুল করে থাকে।
উত্তম-মধ্যম (প্রহার) : গ্রামবাসী চোরটাকে ধরে উত্তম-মধ্যম দিয়ে বিদায় করে দিল।
উত্তম-মধ্যম (প্রহার): চোরটাকে ভাল রকম উত্তম-মধ্যম দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
উনপাঁজুরে (দুর্বল) : পুষ্টির অভাবে বাংলাদেশের অধিকাংশ শিশুই উনপাঁজুরে থেকে যাচ্ছে।
উপরোধে ঢেঁকি গেলা (অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা): লোকে উপরোধে ঢেঁকি গেলে, আর তুমি আমার সামান্য অনুরোধটি রাখবে না?
উভয় সংকট (দুই দিকের বিপদ): অফিসার সাহেবের কথা রক্ষা করলেই সত্যের খেলাপ হয় আর না করলে চাকরি রাখা কঠিন: আমার হয়েছে উভয় সঙ্কট।
উভয় সংকট (দুদিকে বিপদ) : করিমের সাথে কথা বললেও বিপদ না বললেও বিপদ, আমিতো উভয় সংকটে পড়েছি।
উলুবনে মুক্তা ছাড়ানো (অপাত্রে মূল্যবান জিনিস নষ্ট করা) : ওর মতো খুনীকে সদুপদেশ দিয়ে উলুবনে আর মুক্তো ছড়িও না।
উলুবনে মুক্তা ছড়ানো (অযোগ্য স্থানে মূল্যবান দ্রব্য রাখা): তোমার মত নির্বোধকে উপদেশ দেওয়া আর উলুবনে মুক্তা ছড়ানো এক কথা।
উড়ে এসে জুড়ে বসা (অকস্মাৎ আবির্ভাব) : আমরা বেশ ছিলাম হঠাৎ তুমি কোথেকে ‘উড়ে এসে জুড়ে বসলে’?
উড়ে এসে জুড়ে বসা (অযাচিতভাবে এসে সর্বেসর্বা হওয়া): জীবনে যাকে দেখিনি সেই মেজ জা উড়ে এসে জুড়ে বসেছেন সংসারে।
উড়ো কথা (গুজব) : উড়ো কাথায় কান দিতে নেই।
উড়ো চিঠি (বেনামি চিঠি) : দারাকে উড়ো চিঠি দিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা চেয়েছে।
উড়ো চিঠি (ভিত্তিহীন পত্র বা সংবাদ): আরে বাপু এত ভীত হয়েছ কেন, এত উড়ো চিঠি, নাম নেই, ঠিকানা নেই।
উড়নচণ্ড (অমিতব্যয়ী) : উড়নচণ্ড ছেলের জন্য বৃদ্ধ বাপ সব সম্পত্তি শেষ করল।
উড়নচন্ডী (অমিতব্যয়ী): উড়নচন্ডী হয়ে আর কতদিন বাপের হোটেলে কাটাবে, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা কর।

উজানের কৈ (সহজলভ্য) : অস্ট্রেলিয়ার কাছে ক্রিকেট জয় এখন উজানের কৈ-এর মত।
উঠে পড়ে লাগা (দৃঢ় সংকল্প) : পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করার জন্য শোভন উঠে পড়ে লেগেছে।
উঠতি বয়স (যৌবনের প্রথমাবস্থা) : উঠতি বয়সের ছেলেমেয়েরা বেশি ভুল করে থাকে।
উত্তম-মধ্যম (প্রহার) : গ্রামবাসী চোরটাকে ধরে উত্তম-মধ্যম দিয়ে বিদায় করে দিল।
উত্তম-মধ্যম (প্রহার): চোরটাকে ভাল রকম উত্তম-মধ্যম দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
উনিশ-বিশ (সামান্য পার্থক্য) : উনিশ-বিশ হলে অঙ্ক মিলবে না।
উনপাঁজুরে (দুর্বল) : পুষ্টির অভাবে বাংলাদেশের অধিকাংশ শিশুই উনপাঁজুরে থেকে যাচ্ছে।
উপরোধে ঢেঁকি গেলা (অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা): লোকে উপরোধে ঢেঁকি গেলে, আর তুমি আমার সামান্য অনুরোধটি রাখবে না?
উভয় সংকট (দুই দিকের বিপদ): অফিসার সাহেবের কথা রক্ষা করলেই সত্যের খেলাপ হয় আর না করলে চাকরি রাখা কঠিন: আমার হয়েছে উভয় সঙ্কট।
উভয় সংকট (দুদিকে বিপদ) : করিমের সাথে কথা বললেও বিপদ না বললেও বিপদ, আমিতো উভয় সংকটে পড়েছি।
উলুবনে মুক্তা ছাড়ানো (অপাত্রে মূল্যবান জিনিস নষ্ট করা) : ওর মতো খুনীকে সদুপদেশ দিয়ে উলুবনে আর মুক্তো ছড়িও না।
উলুবনে মুক্তা ছড়ানো (অযোগ্য স্থানে মূল্যবান দ্রব্য রাখা): তোমার মত নির্বোধকে উপদেশ দেওয়া আর উলুবনে মুক্তা ছড়ানো এক কথা।
উড়ে এসে জুড়ে বসা (অকস্মাৎ আবির্ভাব) : আমরা বেশ ছিলাম হঠাৎ তুমি কোথেকে ‘উড়ে এসে জুড়ে বসলে’?
উড়ে এসে জুড়ে বসা (অযাচিতভাবে এসে সর্বেসর্বা হওয়া): জীবনে যাকে দেখিনি সেই মেজ জা উড়ে এসে জুড়ে বসেছেন সংসারে।
উড়ো কথা (গুজব) : উড়ো কাথায় কান দিতে নেই।
উড়ো চিঠি (বেনামি চিঠি) : দারাকে উড়ো চিঠি দিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা চেয়েছে।
উড়ো চিঠি (ভিত্তিহীন পত্র বা সংবাদ): আরে বাপু এত ভীত হয়েছ কেন, এত উড়ো চিঠি, নাম নেই, ঠিকানা নেই।
উড়নচণ্ড (অমিতব্যয়ী) : উড়নচণ্ড ছেলের জন্য বৃদ্ধ বাপ সব সম্পত্তি শেষ করল।
উড়নচন্ডী (অমিতব্যয়ী): উড়নচন্ডী হয়ে আর কতদিন বাপের হোটেলে কাটাবে, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা কর।

তথ্যসূত্র: পুরাতন বইয়ের দোকান/লাইব্রেরি হতে বিভিন্ন লেখকের বাংলা ব্যাকরণ বই সংগ্রহ করে তা এখানে লিপিবদ্ধ করা হয়েছে।

Related Articles

Latest Articles