Friday, October 4, 2024

ঋ এর উচ্চারণ

ঋ আসলে স্বরবর্ণ হিসেবে ধরলেও বাংলায় এর কোন প্রয়োজন ছিল না। সংস্কৃতের অনুসরণে বর্ণটিকে বাংলায় রাখা হয়েছৈ। যেহেতু বর্ণমালায় আছে, সেহেতু বানানে ব্যবহার করা হয়। প্রকৃত পক্ষে ঋ হচ্ছে র + ই = রি। কাজেই ‘রি’ দিয়েই এর কাজ চালানো যেত। যেখানে, ঋ আছে সেখানে ‘রি’ উচ্চারিত হবে।
ঋণ (রিন), ঋতু (রিতু), পিতৃব্য (পিতৃববো), প্রকৃত (প্রোকৃতো), যকৃৎ (জোকৃত্)

Related Articles

Latest Articles