প্র : এস ওয়াজেদ আলির জন্মতারিখ ও স্থান?
উ : ১৮৯০ সালের ৪ঠা সেপ্টেম্বর, হুগলির শ্রীরামপুরে।
প্র : তাঁর শিক্ষাগত যোগ্যতা কী?
উ : এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে বি.এ (১৯১০) ও কেম্ব্রিজ থেকে বার এটল (১৯১৫)।
প্র : তাঁর প্রকাশিত ও সম্পাদিত ইংরেজি মাসিকের নাম?
উ : Bulletin of the Indian Rationalistic Society (১৯১৯)।
প্র : তাঁর প্রকাশিত ও সম্পাদিত বাংলা মাসিকের নাম?
উ : গুলিস্তাঁ (১৩৩২)।
প্র : তিনি কোন পত্রিকার নিয়মিত লেখক ছিলেন?
উ : প্রমথ চৌধুরী সম্পাদিত ‘সবুজপত্রে’র।
প্র : তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কী?
উ : গল্পগ্রন্থ ‘গুলদাস্তা’ (১৯২৭)।
প্র : তাঁর অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থের নাম কী?
উ : প্রবন্ধ: জীবনের শিল্প (১৯৪১), প্রাচ্য ও প্রতীচ্য (১৯৪৩), ভবিষ্যতের বাঙালি (১৯৪৩); গল্প: মাসুকের দরবার (১৯৩০), বাদশাহী গল্প (১৯৪৪); ভ্রমণ কাহিনি: মোটরযোগে রাঁচি সফর (১৯৪৯); ঐতিহাসিক উপন্যাস: গ্রানাডার শেষ বীর (১৯৪০)।
প্র : কোন গ্রন্থটির জন্য এস ওয়াজেদ আলি বিখ্যাত হয়ে থাকবেন?
উ : ভবিষ্যতের বাঙালি (১৯৪৩)। এই বইতে সাম্প্রদায়িকতা মুক্ত দেশ গঠনের লক্ষ্যে হিন্দু-মুসলমানের ঐক্যবদ্ধকরণের কথা আছে।
প্র : কখন ও কোথায় তাঁর মৃত্যু হয়?
উ : ১৯৫১ সালের ১০ই জুন, কলকাতায়।