Friday, October 4, 2024

এ দিয়ে বাগধারা ও বাক্য প্রয়োগ তৈরি

এক কথার মানুষ (দৃঢ় সংকল্প ব্যক্তি) : হীরন সাহেব এক কথার মানুষ, কোন লোভই তাকে নাড়াতে পারবে না।
এক ক্ষুরে মাথা মুড়ান (একই অবস্থা বা স্বভাববিশিষ্ট): যেমন বড় ভাই তেমনি ছোট ভাই, উভয়েই এক ক্ষুরে মাথা মুড়ান; টাকার জন্য এরা করতে পারে না এমন কাজ জগতে নেই।
এক ক্ষুরে মাথা মুড়ানো (দলভুক্ত) : করিম ও মজিদ একক্ষুরে মাথা মুড়ানো ব্যক্তি, একজনকে ধরলে অন্যজনকে পাওয়া যাবে।
এক গোয়ালের গরু (এক শ্রেণিভুক্ত) : রাজনৈতিক নেতারা সবাই এক গোয়ালের গরু, সবাই জনগণের খেদমত করতে চায়।
এক ঢিলে দুই পাখি (এক কাজে দুই উদ্দেশ্য সিদ্ধ করা) : এক ঢিলে দুই পাখি মারতে গিয়ে কোনো কাজটাই হলো না।
এক ঢিলে দুই পাখি মারা (এক প্রচেষ্টায় উভয় উদ্দেশ্য সাধন করা): চল, মেলাও দেখব, সওদাও করব-এক ঢিলে দুই পাখি মারা যাবে।
এক মাঝে শীত যায় না (পুনরায় বিপদ ঘটার সম্ভাবনা): আমার টাকা কয়টা নিয়ে দেখা নেই; আচ্ছা দেখা যাবে এক মাঘে শীত যায় না।
এক হাত লওয়া (জব্দ করা) : পরীক্ষায় ফেল করায় পিতা পুত্রের ওপর একহাত নিলেন।
এক হাত লওয়া (প্রতিশোধ): বড় সাহেবের পিছনে আর লাগবে? কেমন সে এক হাত নিয়েছে।
একই একশ (অসাধারণ কুশলী) : বাংলাদেশের ক্রিকেটে সাকিব একাই একশ।
একা ঘরের গিন্নি (কর্তৃত্ব): তোমার ত এখন কেউ নেই রহিমা, শুধু তোমার বুড়া বাপ তুমি ত এখন একা ঘরের গিন্নি।
একাদশে বৃহস্পতি (সুসময়) : তোমার এখন একাদশে বৃহস্পতি, যেটাতে হাত দাও সেটাতেই সফল হও।
একাদশে বৃহস্পতি (সুসময়): যেমন পরীক্ষায় প্রথম বিভাগে ‘ল’ পাস, তেমনি সঙ্গে সঙ্গে মুন্সেফী চাকরি-তোমার এখন একাদশে বৃহস্পতি ভাই।
একচোখা (পক্ষপাত): সেলিম চৌধুরীর মত এমন একচোখা মানুষ আমি আর দেখিনি। নিজের ছেলেদের কোন দোষ তাঁর চোখে পড়ে না, যত দোষ সব ভাইয়ের ছেলেদের।
একচোখা (পক্ষপাতদুষ্ট) : বিচারকদের একচোখা নীতি পরিহার করা উচিত।
একমাঘে শীত যায় না (বিপদ একবারই আসে না) : কথাটি মনে রেখ, একমাঘে শীত যায় না।
এলাহি কা- (বিরাট আয়োজন) : আকমল সাহেব ছেলের বিয়েতে এলাহি কা- করেছেন।
এলাহি কান্ড (রাজকীয় বা খুব বড় রকমের): আরে মজিদ তোমাদের বাড়িতে এত হৈ চৈ কিসের? সব দেখছি এলাহি কান্ড।
এলোপাতাড়ি (বিশৃঙ্খলভাবে) : এলোপাতাড়ি সিদ্ধান্ত নিয়ে কেউ কোন দিন সফলতা লাভ করতে পারে না।
এলোপাথাড়ি (বিশৃঙ্খলা): গৃহস্বামীর এলোপাথাড়ি গুলিবর্ষণে ডাকাতদল পলায়ন করল।
এসপার উসপার (মীমাংসা): আর চিন্তা করো না, হয় কাজে যোগদান কর না হয় ছাড়, একটা এসপার উসপার করে ফেল।

তথ্যসূত্র: পুরাতন বইয়ের দোকান/লাইব্রেরি হতে বিভিন্ন লেখকের বাংলা ব্যাকরণ বই সংগ্রহ করে তা এখানে লিপিবদ্ধ করা হয়েছে।

Related Articles

Latest Articles