ওষুধে ধরা (ফল পাওয়া) : ওষুধে ধরেছে, নইলে রহমতের এমন নরম ব্যবহার?
ওজন বুঝে চলা (অবস্থা বুঝে চলা) : আবেদ খুব বুদ্ধিমান, তাইতো সব সময় ওজন বুঝে চলে।
ওঁত পাতা (সুযোগের অপেক্ষায় থাকা) : শিয়াল মুরগি ধরার জন্য ওঁত পেতে বসে আছে।
ওষুধ করা (মন্ত্র দ্বারা বাধ্য করা) : মায়ের কথা শোনে না, বউ যা বলে সব শোনে, নিশ্চয়ই ওষুধ করেছে।
ওষুধ পড়া (সঠিক ব্যবস্থা নেওয়া) : সঠিকভাবে ওষুধ পড়লে তাড়াতাড়ি রোগ সেরে যায়।
ওজন বুঝে চলা (আত্মমর্যাদা রক্ষা): আজকাল দিনকাল খারাপ, ওজন বুঝে চল, নইলে অপমানিত হবে।
ওষুধ করা (তুক করা): নিশ্চয় কোন ছোটলোক তাকে ওষুধ করেছে; নইলে তার মুখে রা নেই কেন?
ওষুধ ধরা (আকাক্সিক্ষত ফল লাভ): বড় বাবুর তিরস্কারে আবুল পড়াশুনায় মন দিয়েছে। ওষুধ ধরেছে নিশ্চয়।
ওষুধ পড়া (প্রভাবে পড়া): এবার ওষুধ পড়েছে, পড়াশুনা করছে।
তথ্যসূত্র: পুরাতন বইয়ের দোকান/লাইব্রেরি হতে বিভিন্ন লেখকের বাংলা ব্যাকরণ বই সংগ্রহ করে তা এখানে লিপিবদ্ধ করা হয়েছে।