Friday, October 4, 2024

কবি কঙ্ক

প্র : কবি কঙ্ক কে ছিলেন?
উ : কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর কাব্যের আদি কবি। কিশোরগঞ্জের রাজ্যেশ্বর নদীর তীরবর্তী বিপ্র গ্রামে ব্রাহ্মণ ঘরে তার জন্ম। পিতা গুণরাজ, মাতা গুণবতী।
প্র : তাঁর জীবনকাল কত?
উ : তিনি কোন সময় বর্তমান ছিলেন, এব্যাপারে নিশ্চিত করে বলা যায় না। গবেষকগণ মনে করেন, তিনি চৈতন্যদেবের সমসামায়িক। সুকুমার সেনের মতে কবি কঙ্ক আরও পরের কবি।
প্র : তিনি কার বাড়িতে প্রতিপালিত হন?
উ : শৈশবে পিতৃমাতৃহীন নিরাশ্রয় কঙ্ক মুরারী ও কৌশল্যা নামধেয় এক চ-াল দম্পতির ঘরে পালিত হন। তারাই কঙ্ক নাম রাখেন।

Related Articles

Latest Articles