প্র : কাজী মোতাহার হোসেনের জন্ম কত সালে?
উ : ৩০শে জুলাই, ১৮৯৭ খ্রিষ্টাব্দ।
প্র : তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
উ : মাতুলালয়, লক্ষ্মীপুর গ্রাম, কুমারখালি, কুষ্টিয়া।
প্র : তিনি মূলত কী ছিলেন?
উ : সাহিত্যিক, শিক্ষাবিদ ও বিজ্ঞানী।
প্র : কত সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানের শিক্ষকতার পদ লাভ করেন?
উ : ১৯২৩ সালে।
প্র : কাজী মোতাহার হোসেনের জীবনের অন্যতম কীর্তি কোনটি?
উ : ঢাকায় ‘মুসলিম সাহিত্য-সমাজ’ প্রতিষ্ঠা।
প্র : তিনি কোন পত্রিকার মুখপত্র হিসেবে কাজ করেন?
উ : ‘শিখা’ (১৯২৭)।
প্র : তাঁর প্রথম ও বিখ্যাত প্রবন্ধ সংকলন কোনটি?
উ : ‘সঞ্চয়ন’ (১৯৩৭)।
প্র : প্রবন্ধ সাহিত্যে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন কত সালে?
উ : ১৯৬৬ সালে।
প্র : ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক সম্মানজনক ‘ডক্টরেট’ উপাধি ও ‘জাতীয় অধ্যাপক’ মর্যাদায় ভূষিত হওয়ার সাল লেখ।
উ : যথাক্রমে ‘১৯৭৪’ এবং ‘১৯৭৫’।
প্র : তাঁর মৃত্যু হয় কত সালে?
উ : ৯ই অক্টোবর, ১৯৮১।