প্র : মনসামঙ্গল কাব্যধারার আদি কবির নাম কী?
উ : কানাহরি দত্ত।
প্র : কানাহরি দত্তের কাব্যের উদাহরণ দাও।
উ : কানাহরি দত্তের নাম পাওয়া যায় বিজয় গুপ্তের পদ্মপুরাণ বা মনসামঙ্গলে। তাতে একটি পঙ্ক্তি আছে; ‘হরি দত্তের গীত যত লোপ পাইল কালে।’ কানাহরি দত্তের রচনা লোপ পাওয়ায় এর উদাহরণ পাওয়া যায় না। বিজয় গুপ্তের পদ্মপুরাণ বর্তমানে মনসামঙ্গলের প্রাপ্ত প্রাচীনতম পুথি।
প্র : কানাহরি দত্তের সময় কত?
উ : আশুতোষ ভট্টাচার্যের মতে বিজয় গুপ্তের সময় শতাব্দী পূর্বে, অর্থাৎ ১৩৯৪ বঙ্গাব্দ।