আধুনিক যুগ

কামরুল হাসান

প্র : কামরুল হাসান কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উ : ১৯২১ সালের ২রা ডিসেম্বর কলকাতার তিনজিলা গোরস্থান রোডে।
প্র : তাঁর পৈতিক নিবাস কোথায়?
উ : পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার নারেঙ্গা গ্রামে।
প্র : তিনি কোথা থেকে গ্রাজুয়েট হন? কত সালে?
উ : ১৯৪৭ সালে কলকাতা চারুকলা ইনস্টিটিউট থেকে তিনি চিত্রকলা বিষয়ে গ্রাজুয়েট হন।
প্র : কখন তিনি স্থায়ীভাবে এদেশে চলে আসেন?
উ : ১৯৪৭ সালে দেশভাগ হলে কলকাতা ত্যাগ করে তিনি ঢাকায় আগমন করেন?
প্র : শিল্পাচার্য জয়নুল আবেদিনের সঙ্গে তিনি কোন প্রতিষ্ঠান গড়ে তোলেন?
উ : ঢাকা আর্ট স্কুল। পরে এটা ‘চারু ও কারুকলা ইনস্টিটিউট’ নাম পায়।
প্র : কর্মজীবনে তিনি কোথায় ছিলেন?
উ : ১৯৬০ সাল পর্যন্ত আর্ট স্কুলে শিক্ষকতা; ১৯৬০ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত বিসিক-এর প্রধান আর্টিস্ট হিসেবে অবসর গ্রহণ।
প্র : মুক্তিযুদ্ধে তাঁর অংশগ্রহণ কীভাবে?
উ : মুক্তিযুদ্ধ চলাকালে মুজিবনগর সরকারের তথ্য ও বেতার দপ্তরের শিল্পবিভাগের প্রধান পদে দায়িত্ব পালন। তাঁর অঙ্কিত ইয়াহিয়া খানের জানোয়ার আকৃতির মুখমন্ডল এবং নিচে লেখা ‘এই জানোয়ারকে হত্যা করুন’ খুবই প্রশংসিত হয়।
প্র : তাঁর কোন স্কেচটি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনকে বেগবান করে?
উ : জাতীয় কবিতা পরিষদের মন্ডপে বসে আঁকা দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে’।
প্র : কামরুল হাসান কবে, কোথায় মৃত্যুবরণ করেন?
উ : ১৯৮৮ সালের ২রা ফেব্রুয়ারি; ঢাকা।

Exit mobile version