Wednesday, October 9, 2024

কালীপ্রসন্ন সিংহ

প্র : কালীপ্রসন্ন সিংহের জন্ম কোথায়, কবে?
উ : কলকাতার জোড়াসাঁকোয়; ১৮৪০ খ্রিষ্টাব্দে।
প্র : তাঁর শিক্ষার পরিচয় ও পিতার নাম লেখ।
উ : ধনী জমিদার নন্দলার সিংহের একমাত্র সন্তান। নিজের ছয় বৎসর বয়সে পিতার মৃত্যু হয়। প্রতিষ্ঠানে এবং গৃহশিক্ষক রেখে সংস্কৃত, ইংরেজি, বাংলা ভাষা শিক্ষা লাভ করেন।
প্র : তাঁর প্রতিষ্ঠিত কয়েকটি প্রতিষ্ঠানের নাম লেখ।
উ : বাংলা ভাষা অনুশীলনের জন্য ‘বিদ্যোৎসাহিনী সভা’ (১৮৫৩) স্থাপন; ‘বিদ্যাৎসাহিনী পত্রিকা’ (১৮৫৫) প্রতিষ্ঠা; ‘বিদ্যোৎসাহিনী রঙ্গমঞ্চ’ (১৮৫৬) স্থাপন।
প্র : মধুসূদনকে কেন তিনি সংবর্ধিত করেন?
উ : বাংলা সাহিত্যে নতুন ধারার মহাকাব্য রচিত হয়েছে এটা বুঝতে পেরে ‘মেঘনাদবধ কাব্য’ প্রকাশিত হওয়া মাত্র, ১৮৬১ খ্রিষ্টাব্দেই মধুসূদনকে ‘বিদ্যোৎসাহিনী সভা’র পক্ষ থেকে কালীপ্রসন্ন সিংহ সংবর্ধনা জানান।
প্র : ‘নীল-দর্পণে’র জন্য তিনি জরিমানার টাকা দেন কেন?
উ : দীনবন্ধুর ‘নীল-দর্পণ’ (১৮৬০) ইংরেজিতে অনুবাদ করে ছাপার দায়ে প্রকাশক রেভারেন্ড লঙ্ নামক এক পাদ্রিকে (অনুবাদে লেখকের বা অনুবাদকের নাম মুদ্রিত ছিল না বলে তাদের বিচার করা যায় নি) বিচারালয় এক হাজার টাকা জরিমানা করে (১৮৬১ খ্রিষ্টাব্দের ২৪শে জুলাই)। কালীপ্রসন্ন সিংহ বিচারালয়ে উপস্থিত হয়ে নিজে সে অর্থ পরিশোধ করে পরোক্ষভাবে ‘নীল-দর্পণে’ ব্যক্ত বক্তব্যকে সমর্থন করেন।
প্র : কালীপ্রসন্ন যে দুটি গ্রন্থের জন্য অমর হবেন?
উ : ‘হুতোম প্যাঁচার নকশা (১৮৬২), সংস্কৃত মহাভারতের গদ্য-অনুবাদ (১৮৬৬)।
প্র : ‘হুতোম প্যাঁচার নকশা’র পরিচয় দাও।
উ : কালীপ্রসন্ন সিংহ ‘হুতোম প্যাঁচার নকশা’য় (১৮৬২) অত্যন্ত বেদনার সঙ্গে সে যুগের সমাজজীবনের ক্ষত চিহ্নের যথার্থ ছবি ফুটিয়ে তুলেছেন। ‘আলালের ঘরের দুলালে’র চার বছর পরে প্রকাশিত এ গ্রন্থে বাচনভঙ্গি, রচনারীতি, আঙ্গিক প্রভৃতি দিক থেকে লেখক নতুনত্ব সৃষ্টি করেছেন। নকশা উপন্যাস নয়, তা সামাজিক সমস্যামূলক ব্যক্তিগত রচনা। তারপরও ‘হুতোম প্যাঁচার নকশা’ উপন্যাসের মতোই আন্ডর্যরকম সুখপাঠ্য। এর কারণ কালীপ্রসন্ন সংস্কৃতবহুল পন্ডিতী ভাষার বদলে কথ্যভাষায় এই নকশা রচনা করেছেন। প্যারীচাঁদের আলালী ভাষায় সাধু ও কথ্য উভয় বাক্যরীতির মিশ্র প্রয়োগ আছে। কালীপ্রসন্ন এই ভাষাকে আরো øিগ্ধতা ও সৌন্দর্য দান করেন। এ কাজটি সম্ভব হয় বাক্যের ক্রিয়াপদে সাধু ও কথ্যরীতি মিশ্রণমুক্ত করার কারণে। তিনিই প্রথম কলকাতা ও এর পার্শ্ববর্তী এলাকার কথ্যভাষা সার্থকভাবে গ্রন্থে প্রয়োগ করেন।
প্র : কালীপ্রসন্ন অনুসৃত রীতির ভাষাকে কী বলা হয়?
উ : হুতোমী বাংলা।
প্র : তাঁর মৃত্যু হয় কোথায়, কবে?
উ : কলকাতায়; ২৪শে জুলাই, ১৮৭০।

Related Articles

Latest Articles