আধুনিক যুগ

কুসুমকুমারী দাশ

প্র : কুসুমকুমারী দাশের জন্ম কত সালে?
উ : ১৮৮২ সালে।
প্র : তাঁর জন্ম কোথায় হয়?
উ : বরিশাল।
প্র : তাঁর শিক্ষা জীবনের বর্ণনা দাও।
উ : কুসুমকুমারী দাশ কিছুকাল বরিশাল ও পরে কলকাতা বেথুন স্কুলে শিক্ষালাভ করেন।
প্র : তিনি শিশুদের জন্য যে পুস্তকটি রচনা করেন তার নাম কী?
উ : ‘কবিতা মুকুল’।
প্র : তাঁর গদ্যগ্রন্থের নাম কী?
উ : ‘পৌরাণিক আখ্যায়িকা’।
প্র : যে পত্রিকাগুলোতে তাঁর কবিতা প্রকাশিত হত তার নাম কী?
উ : প্রবাসী, ব্রহ্মবাদী, মুকুল প্রভৃতি।
প্র : কুসুমকুমারী দাশের বিখ্যাত কবিতা পঙ্ক্তির নাম বল?
উ : ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে’।
প্র : কুসুমকুমারী দাশের আর একটি বিশেষ পরিচয় কী?
উ : তিনি কবি জীবনানন্দ দাশের মাতা।
প্র : কুসুমকুমারী দাশের মৃত্যুসাল কত?
উ : ১৯৪৮।

Exit mobile version