আধুনিক যুগ

কৃষ্ণচন্দ্র মজুমদার

প্র : কৃষ্ণচন্দ্র মজুমদার কবে কোথায় জন্মগ্রহণ করেন?
উ : ১৮৩৪ সালে বৃহত্তর খুলনা জেলার সেনহাটি গ্রামে।
প্র : তিনি মূলত কী হিসেবে পরিচিত?
উ : কবি ও সাংবাদিক।
প্র : তিনি কোন গুরুত্বপূর্ণ পত্রিকা সম্পাদনা করেন?
উ : সাপ্তাহিক ঢাকা প্রকাশ (১৮৬১)।
প্র : ঢাকা প্রকাশ ছাড়া আর কোন কোন পত্রিকা সম্পাদনা করেন?
উ : মাসিক মনোরঞ্জিকা (১৮৬০); মাসিক কবিতা কুসুমাঞ্জলি (১৮৬৫); সাপ্তাহিক বিজ্ঞাপনী (১৮৬৫); বৈভাষিকী (১৮৮৬)।
প্র : তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কী?
উ : সম্ভাবশতক (১৮৬১)।
প্র : কৃষ্ণচন্দ্র রচিত অন্যান্য গ্রন্থের নাম কী?
উ : রাসের ইতিবৃত্ত (১৮৬৮), মোহভোগ (১৮৭১)।
প্র : তিনি কত সালে মৃত্যুবরণ করেন?
উ : ১৯০৭ সালের ১৭ই জানুয়ারি খুলনাতে।

Exit mobile version