প্র : কোরেশী মাগন ঠাকুরের জন্ম কত সালে?
উ : ১৬০০ খ্রিষ্টাব্দ (আনুমানিক)
প্র : তাঁর জন্ম কোথায়?
উ : চট্টগ্রামে।
প্র : তিনি বিখ্যাত যে রাজসভার বাঙালি কবি ছিলেন তার নাম কী?
উ : রোসাঙ্গ।
প্র : মাগন ঠাকুরের পিতার নাম কী?
উ : বড়াই ঠাকুর (আরাকানের মন্ত্রী ছিলেন)।
প্র : আলাওল কার আশ্রয় ও পৃষ্ঠপোষকতায় ‘পদ্মাবতী’ (১৬৫২) কাব্য রচনা করেন?
উ : কোরেশী মাগন ঠাকুরের।
প্র : কোন কোন ভাষায় আলাওলের অগাধ পা-িত্য ছিল?
উ : বাংলা, আরবি, পারসি, বর্মি ও সংস্কৃত ভাষায়।
প্র : আলাওলের সয়ফুলমুলুক বদিউজ্জামাল (১৬৫৯) কাব্য রচনার পৃষ্ঠপোষক কে?
উ : কোরেশী মাগন ঠাকুর।
প্র : কোরেশী মাগন ঠাকুরের অন্যতম কাব্যগ্রন্থ কী?
উ : ‘চন্দ্রাবতী’।
প্র : তাঁর মৃত্যু কত সালে?
উ : ১৬৬০ সালে।