মূল তৎসম শব্দ যেগুলো হুবহু বাংলায় ব্যবহৃত হয় সেখানে ‘ক্ষ’ হবে। যেমন: ক্ষমা, ক্ষণ, ক্ষতি, ক্ষুব্ধ, ক্ষোভ, ক্ষীণ, ক্ষিপ্র, ক্ষমতা ইদ্যাদি।
তৎসম থেকে তদ্ভবে পরিবর্তন হলে ক্ষ-এর পরিবর্তে খ হবে।
ক্ষেদ > খেদ, ক্ষুধা > খুধা বা খিদে, ক্ষেত্র > খেত।
বিদেশি শব্দের বানানে খ হবে।
যেমন: খানসামা, খলিফা, খামার, খিদমত, খ্রিস্ট, খরচ, খাতির ইত্যাদি।