খইয়ের বন্ধনে পড়া (মুস্কিলে পড়া): মৃত বন্ধুর দুষ্ট প্রকৃতির ছেলেকে আশ্রয় দিয়ে খইয়ের বন্ধনে পড়েছি।
খাতির জমা (নিরুদ্বিগ্ন) : অনেকদিন পর খাতির জমা আড্ডা মারলাম।
খাঁদা নাকে তিলক (অশোভন সজ্জা) : হাসনা তোমার খাঁদা নাকের তিলক কেউ পছন্দ করবে না।
খাল কেটে কুমির আনা (জেনে শুনে বিপদ ডাকা) : মীর জাফরকে প্রধান সেনাপতি করে নবাব সিরাজ খাল কেটে কুমির এনেছিলেন।
খাল কেটে কুমীর আনা (স্বীয় দোষে বিপদে পড়া): ওর মত বদমায়েশ লোককে স্থান দিয়ে আমি যেন খাল কেটে কুমীর এনেছি, ওর জন্যই আমাকে বিপদে পড়তে হল।
খিচুড়ি পাকানো (জটিল করা) : রকি সহজ কথাকে খিচুড়ি পাকিয়ে উত্তর দেয়।
খোদার খাসি (হৃষ্টপুষ্ট) : মালার ছেলে একেবারে খোদার খাসি, তাকে দিয়ে সব কাজ হবে না।
খুটে খাওয়া (স্বাবলম্বী হওয়া) : বিধবা ছাগল পালন করেই এমন খুটে খাওয়া মানুষে পরিণত হয়েছে।
খন্ডকপালে (দুর্ভাগ্য): আমরা খন্ডকপালে মানুষ রে ভাই; এত সুখ কি আমাদের সয়?
খন্ডপ্রলয় (তুমুল কান্ড): গতকল্য রহিম ও করিমের মধ্যে একটা খন্ডপ্রলয় বেঁধে গেছে।
খড়ি উড়া (খুস্কি ওঠা) : তৈল না দিয়ে মাথাটাকে খড়ি উড়া বানিয়ে রেখেছ।
খুঁড়িয়ে বড় হওয়া (আসলে বড় নয়, গায়ের জোরে বড় হওয়া): বড় লোকের ছেলের বাবুগিরির সঙ্গে পাল্লা দিয়ে, গরীবের ছেলের বাবুগিরি করা খুঁড়িয়ে বড় হওয়ার মত।
খুড়িয়ে বড় হওয়া (জোর করে বড় হওয়ার চেষ্টা) : চুল ধরতে যার মূল নেই সে চায় ‘খুড়িয়ে বড় হতে’।
খয়ের খাঁ (চাটুকার) : রফিকের মতো খয়ের খাঁ লোক আমি দ্বিতীয়টি দেখিনি।
খয়ের খাঁ (ধামাধরা): মীরজাফর ইংরেজদের খয়ের খাঁ হওয়ায় দেশবাসীর কাছে ঘৃণার পাত্র হয়েছেন।
তথ্যসূত্র: পুরাতন বইয়ের দোকান/লাইব্রেরি হতে বিভিন্ন লেখকের বাংলা ব্যাকরণ বই সংগ্রহ করে তা এখানে লিপিবদ্ধ করা হয়েছে।