Friday, December 6, 2024

গোবিন্দচন্দ্র দাস

প্র : গোবিন্দচন্দ্র দাসের জন্ম কত খ্রিষ্টাব্দে ?
উ : ১৮৫৫ খ্রিষ্টাব্দে।
প্র : তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
উ : জয়দেবপুর, ভাওয়াল, গাজিপুর।
প্র : তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা কতটুকু?
উ : জয়দেবপুর মাইনর স্কুল থেকে ছাত্রবৃত্তি পাস করে ঢাকা মেডিকেল স্কুলে ভর্তি হয়েও শব ব্যবচ্ছেদের ভয়ে চিকিৎসা বিদ্যালয় পরিত্যাগ করেন।
প্র : গোবিন্দচন্দ্র দাস মূলত কী?
উ : স্বভাবকবি।
প্র : গোবিন্দ্রচন্দ্র দাস রচিত ব্যঙ্গকাব্য কোনটি ?
উ : ‘মগের মুলুক’।
প্র : গোবিন্দ্রচন্দ্র দাসের কবিতার কাহিনিগুলোর বিষয় কী ধরনের ?
উ : নারীভক্তি, পতিপতœীর প্রেম, ভ্রাতৃহ্লে, সন্তান বাৎসল্য, বন্ধুপ্রীতি, গার্হস্থ্য জীবনের সুখদুঃখের কাহিনি, পল্লীজীবনের আলেখ্য, জাতীয় উদ্দীপনা ও স্বদেশপ্রেম।
প্র : তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থগুলোর নাম কী?
উ : প্রেম ও ফুল (১২৯৪), কুঙ্কুম (১২৯৮), মগের মুলুক (১২৯৯), কস্তুরী (১৩০২), চন্দন (১৩০৩), ফুলরেণু (১৩০৩), বৈজয়ন্তী (১৩১২), শোক সান্ত¡না (১৩১৬)।
প্র : তিনি কত সালে মৃত্যুবরণ করেন?
উ : ১৯১৮ সালে।

Related Articles

Latest Articles