Wednesday, September 11, 2024

ঙ এবং ং-এর উচ্চারণ

ঙ (উয়ো) এর উচ্চারণে বর্তমানে আনুনাসিক হয় না এবং উচ্চারণ অঙ্। বানানের ক্ষেত্রে কখন ং এবং ঙ ব্যবহার করা হয়। ঙ-তে কার চিহ্ন বসানো যায় ং-তে কার চিহ্ন বসানো যায় ং-তে কার চিহ্ন বসানো যায় না। যেখানে ঙ দিয়ে শব্দ শেষ হয় সেখানে ঙ বসানো যায়, কিন্তু ঙ শব্দের মাঝখানে বসলে বা কার দরকার হলে ং লেখা যায় না। যেমন : বাঙালি বানানে বাালি লেখা সম্ভব নয়। অবশ্য বর্ণগত এই সমাজ উচ্চারণে কোন প্রভাব ফেলে না। ব্যাঙ, রঙ (রং), রাঙানো, রঙিন, সংকট ইত্যাদি।

Related Articles

Latest Articles