Friday, October 4, 2024

চন্ডীদাস

প্র : চন্ডীদাস কে ছিলেন?
উ : চন্ডীদাস বৈষ্ণব কবি ছিলেন। তার জন্ম কোন সময় তা সুনিশ্চিত করে বলা যায় না। তবে তিনি বাশুলি দেবীর ভক্ত ছিলেন এবং বডু চন্ডীদাস থেকে পৃথক ছিলেন একথা নিশ্চিত ।
প্র : চন্ডীদাস জাতিতে ছিলেন কী ছিলেন? তাঁর আরাধ্য দেবতার নাম কী?
উ : চন্ডীদাস জাতিতে ছিলেন ব্রাহ্মণ। তার অরাধ্য দেবতার নাম বাশুলী বা বিশালাক্ষী।
প্র : চন্ডীদাস কোন সময়ের কবি?
উ : চন্ডীদাস চৈতন্যপূর্ব যুগের কবি ছিলেন।
প্র : চন্ডীদাস শ্রীকৃষ্ণকে কিরূপ ভূমিকায় স্থাপন করেছেন।
উ : চন্ডীদাস শ্রীকৃষ্ণকে সম্পূর্ণ পৌরাণিক ভূমিকায় স্থাপন করেছেন।
প্র : চন্ডীদাসের সাধনসঙ্গিনী কে ছিলেন।
উ : চন্ডীদাসের সাধনসঙ্গিনী ছিলেন রামী নামে এক রজকিনী।
প্র : চন্ডীদাস কোন ধরনের কবি ছিলেন?
উ : সহজিয়াপন্থী।
প্র : কোন পদপর্যায়ে চন্ডীদাস শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন?
উ : পূর্বরাগ পর্যায়ে। তিনি এই পর্যায়ের শ্রেষ্ঠ কবি।
প্র : চন্ডীদাস সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর কী মন্তব্য করেছেন?
উ :‘চন্ডীদাস সহজ ভাষায় সহজ ভাবের কবি-এই গুণে তিনি বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান কবি।’
প্র : চৈতন্য-পূর্ব যুগের দুজন বিখ্যাত পদাবলি রচয়িতার নাম কর।
উ : চৈতন্য-পূর্ব যুগের দুজন বিখ্যাত পদাবলি রচয়িতা হলে চন্ডীদাস ও বিদ্যাপতি।
প্র : চন্ডীদাস তার পদে রাধার কোন মূর্তি চিত্রিত করেছেন?
উ : প্রথম থেকেই চন্ডীদাস রাধার বৈরাগ্যময়ী তপস্বিনী মূর্তি চিত্রিত করেছেন। তাঁর রাধার চরিত্রে মর্ত্যচেতনা নেই।
প্র : চন্ডীদাসকে কে দুঃখের কবি বলেছিলেন?
উ : রবীন্দ্রনাথ ঠাকুর কে দুঃখের কবি বলেছিলেন?
প্র : চন্ডীদাস কতজন? বা চন্ডীদাস সমস্যা কী?
উ : মধ্যযুগে বাংলা কাব্যে অন্তত চারজন চন্ডীদাসের কবিতা পাওয়া যায়। এরা হলে : বড়ু  চন্ডীদাস, দ্বিজ চন্ডীদাস, দীন চন্ডীদাস, চন্ডীদাস। এই চারটি নামের মধ্যে শেষ তিনটি নাম একজনের নাকি তাঁরা পৃথক কবি তা নিশ্চিত করে আজও বলা যাচ্ছে না। এই সমস্যাকেই চন্ডীদাস সমস্যা বলে।
প্র : চন্ডীদাসের নামে কোন প্রেমকাহিনি প্রচলিত?
উ : বাশুলি মন্দিরের পুরোহিত চন্ডীদাস রামী নামের এক রজকিনীর প্রেমে মুগ্ধ হন। তিনি রামীর মধ্যে রাধারূপ দেখেন। জমিদার এই প্রণয়কে অবৈধ আখ্যা দিয়ে চন্ডীদাসকে সমাজচ্যুত ও মন্দির থেকে বিতারিত করে।
প্র : চন্ডীদাসকে বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি বলা হয় কেন?
উ : তিনি ‘শুনহ মানুষ ভাই/সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই’ বলে জাত পাতযুক্ত সমাজে প্রথম মানবতার বাণী কাব্যে ধারণ করেছেন বলে। তাছাড়া ব্যক্তিজীবনেও তিনি জাত-সংস্কারের ঊর্ধ্বে ছিলেন।
প্র : ‘আমারি বধূয়া আন বাড়ি যায়/আমারি আঙিনা দিয়া’ কোন কবির রচনা?
উ : চন্ডীদাস (দ্বীজ)
প্র : চন্ডীদাস বৈষ্ণব কবি ছিলেন। বৈষ্ণব কী?
উ : বিষ্ণুব উপাসকদের বৈষ্ণব বলে। শ্রীচৈতন্য ঈশ্বরের বিষ্ণু অবতাররূপকে রাধা-কৃষ্ণ প্রতীকে ভক্তি করেছেন। এই মতের অনুসারীদের বৈষ্ণব বলে।

Related Articles

Latest Articles