Friday, October 4, 2024

চন্দ্রকুমার দে

প্র : চন্দ্রকুমার দে-এর জন্ম সাল কত?
উ : ১৮৮৯ খ্রিষ্টাব্দ।
প্র : তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
উ : গ্রাম রাঘবপুর, কেন্দুয়া, নেত্রকোণা।
প্র : তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা কতটুকু?
উ : গ্রামীণ পাঠশালায় সামান্য বিদ্যাশিক্ষা লাভ।
প্র : সুধী সমাজের পরিচিতি লাভ করেন কীভাবে?
উ : ১৯১২ সালে ময়মনসিংহের সৌরভ পত্রিকায় লোকসাহিত্য সম্পর্কে তাঁর রচিত কয়েকটি প্রবন্ধ প্রকাশিত হলে।
প্র : তিনি কীভাবে দীনেশচন্দ্র সেনের দৃষ্টি আকর্ষণ করেন?
উ : ১৩২০-এর ফাল্গুন সংখ্যার সৌরভে তাঁর ‘মহিলাকবি চন্দ্রাবতী’ শীর্ষক প্রবন্ধটি প্রকাশিত হলে তা দীনেশচন্দ্র সেনের দৃষ্টি আকর্ষণ করে।
প্র : তিনি কীভাবে পালা সংগ্রহকে পেশা হিসেবে গ্রহণ করেন?
উ : দীনেশচন্দ্র সেন কর্তৃক তাঁকে মাসিক সত্তর টাকা বেতনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালা সংগ্রাহকের পদে নিযুক্তিদানের পরে।
প্র : তাঁর সংগৃহীত পালাগানগুলো কী কী?
উ : মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, কমলা, দেওয়ানা-ভাবনা, দস্যু কেনারাম, রূপবতী, কঙ্কলীলা, দেওয়ানা মদিনা, ধোপার পাট।
প্র : এগুলো কোন নামে প্রকাশিত হয়?
উ : মৈমনসিংহ-গীতিকা।
প্র : তাঁর সংগৃহীত পূর্ববঙ্গ গীতিকাগুলো কী কী?
উ : মাইষাল বন্ধু, ভেলুয়া, কমলারানী, দেওয়ান ঈসাখাঁ, ফিরোজ খাঁ দেওয়ান, আয়না বিবি, শ্যাম রায়, শিলাদেবী, আন্ধা বন্ধু, বন্ডুলার বারমাসী, রতনঠাকুর, পীর বাতাসী, জিবালনি, সোনারামের জন্ম, ভারাইয়া রাজা।
প্র : গীতিকা সংগ্রহ ছাড়াও চন্দ্রকুমার দে আর কী রচনা করেছেন?
উ : কবিতা, গল্প ও প্রবন্ধ।
প্র : তাঁর মৃত্যু সাল কত?
উ : ময়মনসিংহ, ১৯৪৬।

Related Articles

Latest Articles