প্র : চন্দ্রাবতী কে ছিলেন?
উ : মধ্যযুগের তিনজন প্রধান মহিলাকবির একজন। অপর দুইজন চ-ীদাসের অনুরাগী রামী ও চৈতন্যের কৃপাপাত্রী মাধবী।
প্র : চন্দ্রাবতীর জীবনকাল কত শতাব্দী?
উ : ষোড়শ শতাব্দী।
প্র : তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
উ : ময়মনসিংহের কিশোরগঞ্জের পাতোয়ারি গ্রামে।
প্র : চন্দ্রাবতীর পিতা কে ছিলন?
উ : মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাস।
প্র : কত খ্রিষ্টাব্দে চন্দ্রাবতী জন্মগ্রহণ করেন?
উ : ১৫৫০ খ্রিষ্টাব্দে।
প্র : চন্দ্রাবতী রচিত কাব্যগুলোর নাম কী?
উ : মলুয়া, দস্যু কেনারামের পালা, রামায়ণ ইত্যাদি।
প্র : তাঁর রচিত রামায়ণ বিশেষ মর্যাদা লাভ করেছে কেন?
উ : লৌকিক, মানবিক ও কিছু মৌলিক উপাদান সংযোগের ফলে।
প্র : মহিলা রামায়ণকার কাকে বলা হয়?
উ : চন্দ্রাবতীকে।
প্র : তাঁর রচনার বৈশিষ্ট্য কী?
উ : ষোড়শ শতাব্দীর সামাজিক-অর্থনৈতিক অবস্থা তাঁর রচনায় প্রতিফলিত।