Wednesday, September 11, 2024

জন ক্লার্ক মার্শম্যান

প্র : জন ক্লার্ক মার্শম্যানের জন্ম তারিখ কত?
উ : ১৮ই অগস্ট, ১৭৯৪।
প্র : তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
উ : ব্রডমিড, ইংল্যান্ড।
প্র : তিনি কোন প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেন?
উ : শ্রীরামপুর মিশনে।
প্র : তিনি বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতিতে অবদান রাখেন কত বছর?
উ : প্রায় ত্রিশ বছরকাল।
প্র : তিনি কী কী পত্রিকা সম্পাদনা করেন?
উ : দিগদর্শন, সমাচার দর্পণ, ফ্রেন্ড অব ইন্ডিয়া ও গর্ভনমেন্ট গেজেট।
প্র : ‘সমাচার দর্পণে’র পরিচয় দাও।
উ : ‘সমাচার দর্পণ’ (১৮১৮) শ্রীরামপুর থেকে প্রকাশিত জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা। প্রথম সংখ্যার প্রকাশ ২৩শে মে, ১৮১৮। পরে জয়গোপাল তর্কালঙ্কার, তারিণীচরণ শিরোমান প্রমুখ এই পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। বাংলা গদ্যের প্রথম যুগের ইতিহাসে এবং বাংলা সংস্কৃতির ইতিহাসে এই পত্রিকার গুরুত্ব যথেষ্ট।
প্র : তিনি কী কী ভাষায় দক্ষ ছিলেন?
উ : ইংরেজি, বাংলা, হিন্দি, ফরাসি ও সংস্কৃত ভাষায়।
প্র : তিনি কী কী জনকল্যাণমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন?
উ : তৎকালে রেল, টেলিযোগাযোগ ও শিক্ষা সংক্রান্ত প্রস্তাবের প্রধান উদ্যোক্তা ছিলেন।
প্র : তাঁর রচিত গ্রন্থাদি কী?
উ : ভারতবর্ষের ইতিহাস (২খন্ড), পুরাবৃত্তের সংক্ষিপ্ত বিবরণ (১৮৩৩), জ্যোতিষ গোলাধ্যায়, সদ্গুণ ও বীর্যের ইতিহাস (১৮২৯), ঈশপস ফেবলস্, ক্ষেত্রবাগান বিবরণ, Murray’s Grammar ইত্যাদি।
প্র : তিনি কত সালে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
উ : ১৮৫২ সালে।
প্র : তিনি কত তারিখে মৃত্যুবরণ করেন?
উ : ৮ই জুলাই, ১৮৭৭।

Related Articles

Latest Articles