প্র : জর্জ আহ্রাহাম গ্রিয়ার্সনের জন্ম তারিখ কত?
উ : ৭ই জানুয়ারি, ১৮৫১।
প্র : তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
উ : ডাবলিন, আয়ারল্যান্ড।
প্র : তিনি মূলত কী?
উ : প্রাচ্যতত্ত্ববিদ ও ভাষাতাত্ত্বিক।
প্র : তিনি কী অনুশীলনে বিশেষভাবে উৎসাহী ছিলেন?
উ :ভারতীয় ভাষা শিক্ষা ও অনুশীলনে।
প্র : তিনি কোন কোন ভারতীয় ভাষায় ব্যুৎপত্তি অর্জন করেন?
উ : সংস্কৃত, প্রাকৃত, হিন্দি, মৈথিলি, মগধি, ভোজপুরি, ছত্তিশগড়ি ও বাংলা।
প্র : রংপুরের উপভাষা সম্পর্কে তাঁর গবেষণামূলক আলোচনা কবে কোথায় প্রকাশিত হয়?
উ : ১৮৭৭-এ বঙ্গীয় এশিয়াটিক সোসাইটির পত্রিকায়।
প্র : তাঁর কোন রচনাটি ১৮৮১-৮২-তে এশিয়াটিক সোসাইটির পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশিত হয়?
উ : বিদ্যাপতির পদাবলি সম্বলিত An Introduction to the Maithile Language of North Bihar.
প্র : তাঁর রচিত কোন গ্রন্থটি কলকাতা থেকে প্রকাশিত হয়?
উ : ১৮৮৩-৮৯-তে আট খন্ডে প্রকাশিত হয় Saven Grammars of the Dialects and Subdialects of the Bihar Language.
প্র : তাঁর রচিত অপর উল্লেখযোগ্য গ্রন্থের নাম কী?
উ : Maithili Grammar for an Introduction to the Maithili Dialect of the Bihari Language of North Bihar.
প্র : তাঁর রচিত বিহারের জনজীবনের উপর আঞ্চলিক শব্দ সম্বলিত তথ্যবহুল গ্রন্থটি কী?
উ : Bihar Peasent Life (১৮৮৫)।
প্র : ভারতে ভাষাসমীক্ষার প্রয়োজনে তাঁর তত্ত্বাবধানে কী গঠিত হয়?
উ : Linguistic Survey of India.
প্র : এই সংস্থা কী করে?
উ : সংস্থার পক্ষে ১৮৯৯-১৯০২ পর্যন্ত ভাষার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়।
প্র : তিনি কবে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
উ : ১৯০৩ সালে।
প্র : তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি কী?
উ : তৎকালীন ভারতে প্রচলিত ১৭৯টি ভাষা ও ৫৪৪টি উপভাষার বিবরণ সম্বলিত Linguistic Survey of India নামক ভাষাসমীক্ষামূলক গবেষণাকর্ম (খন্ড ১১টি) প্রকাশ : ১৯০৩।
প্র : কাশ্মিরি ভাষা সম্পর্কে তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ কী কী?
উ : Essays on Kashmiri Grammar (১৮৯৯), A Manual of the Kashmiri Language (১৯১১) ও চার খন্ডে প্রকাশিত A Dictionary of the Kashmiri Language (১৯১৬-১৯৩২)।
প্র : তাঁর সম্পাদিত গ্রন্থগুলো কী কী?
উ : The Kashmiri Ramayana, Comprising the Sriramavataracarita and the Lava-Kusayudha Carita of Divakara Prakasa Bhatta (১৯৩০)।
প্র : তাঁর সম্পাদিত অন্য গ্রন্থ কী?
উ : হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সীর পদুমাবৎ।
প্র : তিনি কী কী সম্মানসূচক ডিগ্রি লাভ করেন?
উ : ডাবলিন, অক্সফোর্ড, পাটনা ও হালে (জার্মানি) বিশ্ববিদ্যালয় প্রদত্ত সম্মানসূচক ডক্টরেট, ব্রিটিশ সরকার প্রদত্ত Order of Merit উপাধি প্রদান (১৯২৮), সিআইই উপাধি লাভ (১৮৮৪), কেসিএসআই উপাধি লাভ (১৯২২)।
প্র : তিনি কত তারিখে মৃত্যুবরণ করেন?
উ : ৭ই মার্চ, ১৯৪১।