Friday, October 4, 2024

জ্ঞানদাস

প্র : জ্ঞানদাস কে ছিলেন?
উ : চৈতন্যোত্তর বাংলা সাহিত্যের অন্যতম কবি।
প্র : কোথায়, কখন তিনি জন্মগ্রহণ করেন?
উ : পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাটোয়ায়, ষোড়শ শতাব্দিতে।
প্র : জ্ঞানদাস কোন সময়ে জন্মগ্রহণ করেন?
উ : আনুুমানিক ১৫৩০ খ্রিষ্টাব্দে।
প্র : জ্ঞানদাস কোন সময়ের কবি?
উ : চৈতন্য উত্তর যুগের ষোড়শ শতাব্দীর কবি।
প্র : জ্ঞানদাস কার শিষ্য ছিলেন?
উ : বৈষ্ণবগুরু নিত্যানন্দের পত্নী জাহ্নবী দেবীর শিষ্য ছিলেন।
প্র : জ্ঞানদাস খেতুরীর বৈষ্ণব কবিসম্মেলনে যোগ দিয়েছিলেন?
উ : জ্ঞানদাস খেতুরীর বৈষ্ণব কবিসম্মেলনে যোগ দিয়েছিলেন।
প্র : খেতুরীর কবিসম্মেলনে কাদের সঙ্গে জ্ঞানদাসের পরিচয় হয়েছিল?
উ : এখানে গোবিন্দ দাস ও বলরাম দাসের সঙ্গে পরিচয় হয়েছিলো।
প্র : কোন প্রাচীন কবির রচনাধারাকে অনুসরণ করে জ্ঞানদাস পদ রচনা করেন?
উ : চ-ীদাস। বলা হয় তিনি চ-ীদাসের ভাবশিষ্য ছিলেন।
প্র : জ্ঞানদাস কী কী বিষয়ে কবিতা লিখেছেন?
উ : শ্রীকৃষ্ণের বাল্যলীলা, নৌকাবিলাস ও দানখ- প্রভৃতি বিষয়ে জ্ঞানদাস কবিতা লিখেছেন।
প্র : জ্ঞানদাস কোন কোন ভাষায়, আনুমানিক কতগুলো পদ লেখেন?
উ : বাংলা ও ব্রজবুলি ভাষায়, রাধাকৃষ্ণ বিষয়ক প্রায় দুশ পদ লেখেন।
প্র : তাঁর রচিত দুটি বৈষ্ণব গীতিকাব্যের নাম লেখ।
উ : মাথুর ও মুরলীশিক্ষা।
প্র : জ্ঞানদাসের পদরচনার পদরচনার মূল বিষয় কী?
উ : প্রেম, সৌন্দর্য ও আধ্যাত্মিকতা
প্র : পদ রচনার সময় তিনি রাধা-কৃষ্ণের কোন বয়সকে গুরুত্ব দেন?
উ : কিশোর-কিশোরী বয়সকে।
প্র : প্রণয়ের কোন কাল বা রাগ তাঁর রচনায় চমৎকারভাবে ফুটে উঠেছে?
উ : পূর্বরাগ
প্র : জ্ঞানদাসের একটি বিখ্যাত পদের কিছু অংশ লেখ:
উ : সুখের লাগিয়া এঘর বাঁধিনু
আনলে পুড়িয়ে গেল।
অমিয়-সাগরে সিনান করিতে
সকলি গরল ভেল ॥

Related Articles

Latest Articles