Wednesday, December 4, 2024

জ দিয়ে বাগধারা ও বাক্য প্রয়োগ তৈরি

জগদ্দল পাথর (গুরুভার): সে আমার উপর দায়িত্বের জগদ্দল পাথর চাপিয়ে নিশ্চিত হয়ে আছে।
জলে কুমীর ডাঙ্গায় বাঘ (উভয়সঙ্কট): আবুল হোসেন বড় বেকায়দায় পড়েছিল, একদিকে মাতৃআজ্ঞা লঙ্ঘনের ফলে উদ্ভূত পাপ অন্যদিকে মাতৃআজ্ঞা অমান্য করার জন্য পিতৃাদেশ, কোন দিকে যাবে ও জলে কুমীর ডাঙ্গায় বাঘ।
জগা-খিচুঁড়ি (বিশৃঙ্খলা): বাক্সের মধ্যে বই-পত্তর কাগজ সব জগা-খিঁচুড়ি করে রেখেছে।
জিলাপীর প্যাঁচ (কূটবুদ্ধি): যার পেটে এমন জিলাপীর প্যাঁচ, তাকে সব কথা আমার বলা উচিত হয়নি।
জিব কাটা (লজ্জায় দাঁত দিয়ে জিহ্বা চেপে ধরা): বিবাহ মহফিলে বরের পিতা সবার সামনে পণের টাকার উল্লেখে বর জিব কাটলো।
জাহান্নামে যাওয়া (গোল্লায় যাওয়া): টাকা চুরি করে এমন ভালমানুষী দেখানো হচ্ছে, জাহান্নামে যাও তুমি।
জলাঞ্জলি দেওয়া (অপব্যয় করা): শেয়ার মার্টেটে তুমি এত টাকা জলাঞ্জলি দিলে বাপু।
জগাখিচুড়ি (অব্যবস্থা) : কাঞ্চন কাজের শুরুতেই একেবারে জাগাখিচুড়ি করে ফেলেছে?
জগদ্দল পাথর (অত্যধিক চাপ) : নিরীহ অফিস সহকারীকে এখন কাজের জগদ্দল পাথর বইতে হচ্ছে।
জলাঞ্চলি দেয়া (বিসর্জন দেয়া) : স্বাধীনতার জন্য অনেক মানুষ তাদের প্রাণ জলাঞ্জলি দিয়েছে।
জিভে পানি আসা (লোভ) : টক দেখলে সবার জিভে পানি এসে যায়।
জিভ বেরিয়ে পড়া (ক্লেশ বোধ করা) : প্রচণ্ড গরমে কাজ করতে করতে অনেকের জিভ বেরিয়ে যায়।
জলে কুমির ডাঙায় বাঘ (উভয় সংকট) : একদিকে কর্তৃপক্ষের শাস্তির ভয় অন্যদিকে সমিতির হুক্কার জলে কুমির ডাঙ্গায় বাঘ, যাই কোন দিকে?
জাল পাতা (ফাঁদ পাতা) : জাল পাতলেই সব সময় শিকার ধরা পড়ে না।
জাল গোটানো (কর্মক্ষেত্র সংকুচিত করা) : অবসরে যাবেন বলে প্রদীপ কুমার তার জাল গুটিয়ে নিয়েছে।
জিলিপির প্যাঁচ (অত্যন্ত খারাপ বুদ্ধি) : সমাজে এখন জিলিপির প্যাঁচ লোকের অভাব নেই।

তথ্যসূত্র: পুরাতন বইয়ের দোকান/লাইব্রেরি হতে বিভিন্ন লেখকের বাংলা ব্যাকরণ বই সংগ্রহ করে তা এখানে লিপিবদ্ধ করা হয়েছে।

Related Articles

Latest Articles