ঝাঁকের কই (এক দলের লোক): মওলানা ইয়াছিন বৃথাই হতভাগ্যদের জন্য অর্থ ব্যয় করেছেন, দু’দিন বাদইে দেখা যাবে যে; ঝাঁকের কই ঝাঁকেই ফিরছে।
ঝাঁকের কই (একই দলের) : সবুরকে চিন না, স্বার্থের কারণে আজ সে এ রকম করছে, কাজ ফুরালে ঝাঁকের কই ঝাঁকেই ফিরে যাবে।
ঝাল ঝাড়া (আক্রোশ মিটানো) : একটু ভুলের জন্যে জাহিদের উপর অফিসের বস ঝাল ঝাড়লেন।
ঝিকে মেরে বউকে শেখানো (একজনের মাধ্যমে অপরকে শিক্ষা দান) : ঝিকে মেরে বউকে শেখানোর পদ্ধতিটি খুবই চমৎকার।
ঝিকে মেরে বৌকে শিখান (আভাসে শিক্ষা): ভদ্রলোক ঝিকে মেরে তাঁর আধুনিকতা বৌকে শেখাতে চেষ্টা করলেন।
ঝোপ বুঝে কোপ মারা (অবস্থা বুঝে সুযোগ গ্রহণ): এ শহরে কোন ভাল হোটেল না থাকায় আজিজ সাহেব ঝোপ বুঝে কোপ মেরে বহু টাকা উপার্জন করলেন।
ঝোপ বুঝে কোপ মারা (সুযোগের সদ্ব্যবহার) : ইরাম ঝোপ কুঝে কোপ মারতে পারনি বলেই আজ তোমার এমন দুর্দশা।
ঝড়ো কাক (বিপর্যস্ত) : পরীক্ষায় ফেল করায় রিন্টু ঝড়ো কাক হয়ে বাসায় ফিরল।
তথ্যসূত্র: পুরাতন বইয়ের দোকান/লাইব্রেরি হতে বিভিন্ন লেখকের বাংলা ব্যাকরণ বই সংগ্রহ করে তা এখানে লিপিবদ্ধ করা হয়েছে।