ঞ + জ = ঞ্জ এবং জ + ঞ = জ্ঞ
ঞ্জ-তে ঞ-এর উচ্চারণ ন এর মতো, জ অবিকৃত। যেমন অঞ্জন (অনজোন), রঞ্জন (রনজোন)। তবে ঞ্জ তে জ ও ঞ এর কোনটাই উচ্চারিত হয় না। এই যুক্তাক্ষরটির উচ্চারণ হয় গ্যাঁ (আদিতে), এবং শেষে গ্গঁ এর মতো।
জ্ঞান (গ্যাঁন), বিজ্ঞান (বিগ্গ্যাঁন), জ্ঞাপন (গ্যাঁপোন), অঞ্জ (অগ্ঁগো) বিজ্ঞ (বিগ্ঁগো) বিজ্ঞপ্তি (বিগ্গোপ্তি)।