Friday, December 6, 2024

ঞ এর উচ্চারণ

ঞ কে ‘ইয়ো’ বলা হয়। শব্দের মধ্যে ‘ঞ’ সাধারণত একাকি কম বসে। প্রায়শ অন্য ব্যঞ্জনের সাথে তযুক্ত হয়ে বসে। মিঞা জাতীয় শব্দের বানানে ঞ ব্যবহৃত হয়। সেক্ষেত্রে ঞা = আঁ। ঞ আনুনাসিক হিসেবে উচ্চারিত হয়। যুক্তাক্ষর হলে ঞ-এর উচ্চারণ ‘ন’-এর মতো।
চঞ্চল (চন্চল)
পঞ্চ (পন্চো)
বাঞ্ছিত (বানছিতো)
অঞ্জলি (অন্জোলি)
পতঞ্জলি (পতোনজোলি)
গীতাঞ্জলি (গিতান্জোলি)
ঝজ্ঝা (ঝনঝা)
বাঞ্ছা (বান্ছা)

Related Articles

Latest Articles