Friday, December 6, 2024

ট দিয়ে বাগধারা ও বাক্য প্রয়োগ তৈরি

টই টুম্বুর (ভরপুর) : বর্ষার পানিতে নদীটি টই টুম্বুর হয়ে উঠেছে।
টইটুম্বুর (ভরপুর): বর্ষাকালে নদী, খাল, বিল পানিতে ভরে গেছে, ক্ষেতগুলো পর্যন্ত পানিতে টইটুম্বুর।
টক্কর দেওয়া (পাল্লা দেওয়া): সামান্য কেরানী হয়ে বড় সাহেবের সঙ্গে টক্কর দিতে যেও না।
টাকার কুমির (ধনী) : অসৎ উপায়ে টাকার কুমির হওয়া খুব কঠিন নয়।
টাকার কুমীর (অনেক টাকার মালিক): টাকার কুমীর নওয়াব সাহেব সে দিন মারা গেলেন।
টাকার গরম (ধনের অহংকার): টাকার গরমে চৌধুরী সাহেবের কাছে কথা বলা যায় না।
টাল সামলানো (বিপদ সামলানো): অনেক কষ্টে টাল সামলিয়েছি, আর কি আমি বখরায় ব্যবসায় করি।
টাল সামলানো (বিপদ হতে মুক্তিলাভ) : জমিজমা সংক্রান্ত কেস নিষ্পত্তির ফলে জামিল সাহেব এবার টাল সামলে উঠেছেন।
টায়ে টায়ে (কোন রকম) : মিশু টায়ে টায়ে পাস করেছে।
টীকা ভাষ্য (দীর্ঘ আলোচনা): প্রত্যেকটি আলোচনার টীকা-ভাষ্যের প্রয়োজন কি, এতেই চলবে।
টেক্কা দেয়া (পাল্লা দেয়া) : গরিব হয়ে বড়লোকদের সাথে টেক্কা দেয়া ঠিক নয়।
টেঁকে গোঁজো (সহজে কাবু করা) : মোড়ল অমন পাঁচটা মাস্তানকে টেঁকে গুঁজতে পারে।
টো টো করা (লক্ষ্য হীনভাবে হেঁটে বেড়ানো) : সারাদিন টো টো করে ঘুরে বেড়ালে পরীক্ষায় ফেল করবে।
টোপ গেলা (কৌশলে রাজি হওয়া) : দিনুকে অনেক চেষ্টায় টোপ গেলানো হয়েছে, এবার খেলা জমবে।
টোপ ফেলা (ফাঁদ পাতা) : আবুল টোপ ফেলে আজকে অনেকগুলো মাছ ধরেছে।
ট্যাঁক ভারী করা (অতিরিক্ত অর্থ উপার্জন) : দুর্নীতি করার সুযোগ পেয়ে শামীম ট্যাঁক ভারী করেছে।
টনক নড়া (সচেতন হওয়া) : পরীক্ষায় ফেল করে মানিকের এবার টনক নড়ালো।
টনক নড়া (সচেতন হওয়া): কারখানার শ্রমিকের দল সমবেতভাবে দাবি তোলায় এতদিনে মালিকের টনক নড়েছে।

তথ্যসূত্র: পুরাতন বইয়ের দোকান/লাইব্রেরি হতে বিভিন্ন লেখকের বাংলা ব্যাকরণ বই সংগ্রহ করে তা এখানে লিপিবদ্ধ করা হয়েছে।

Related Articles

Latest Articles